রিও ডি জেনেইরো: অলিম্পিকের উদ্বোধনের আগেই তীরন্দাজির ক্রমতালিকার  রাউন্ডে নজর কাড়লেন বাংলার অতনু দাস৷ রিকার্ভ বিভাগে ব্যক্তিগত ইভেন্টে সেরা পাঁচে শেষ করলেন অতনু৷ ৬৪জন তীরন্দাজের লড়াইয়ে সেরা পাঁচে শেষ করেন অতনু৷

 

সেরা ৩২ জন তীরন্দাজের মধ্যে নিশ্চিত ভাবে নিজের জায়গা করার জন্য এদিন দ্বাদশ রাউন্ডে নজর কাড়ে অতনুর পারফরম্যান্স৷ দ্বাদশ রাউন্ডে ৫৮ পয়েন্ট পেয়ে মোট ৬৮৩ পয়েন্ট পেয়ে সপ্তম স্থান থেকে পঞ্চম স্থানে উঠে আসেন অতনু৷ এদিন অতনুর ইভেন্টে বিশ্বরেকর্ড গড়ে প্রথম স্থান পান দক্ষিণ কোরিয়ার কিম উ জিন৷