বেঙ্গালুরু: রঞ্জি কোয়ার্টার ফাইনালে প্রথম ইনিংসে দাপুটে ব্যাটিং। বিশ্বরেকর্ড গড়েছে বাংলা দল। একইসঙ্গে নিশ্চিত করে ফেলেছে শেষ চারও। সরাসরি জয় না পেলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে যে যাচ্ছেই বাংলা দল তা নিশ্চিত হয়ে গিয়েছে। কারণ বাংলার পাহাড়প্রমাণ ৭৭৩/৭ রানের জবাবে ব্য়াট করতে নেমে ঝাড়খণ্ড তাদের প্রথম ইনিংস অল আউট হয়ে গিয়েছে ২৯৮ রানে। ৪৭৫ রানে এগিয়ে থেকেও ঝাড়খণ্ডকে ফলো অন করায়নি বাংলা। দ্বিতীয় ইনিংসে আবার ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ৭৬ রান তুলে নিয়েছে বাংলা। ক্রিজে রয়েছেন মনোজ তিওয়ারি ও অনুষ্টুপ মজুমদার।


ঝাড়খণ্ডের হয়ে একমাত্র বিরাট সিংহ শতরানের ইনিংস খেলেন। তিনি ১১৩ রান করেন। এছাড়া বলার মত ইনিংস ওপেনার নাজিম সিদ্দিকির। তিনি ৫৩ রান করেন। অধিনায়ক সৌরভ তিওয়ারি ৩৩ রান করেন। বাংলার হয়ে চারটি করে উইকেট নিয়েছেন সায়ন শেখর মণ্ডল এবং শাহবাজ আহমেদ। একটি উইকেট নিয়েছেন আকাশ দীপ। আগামীকাল ম্য়াচের শেষ দিন। তাই নিজেদের ব্যাটিং অনুশীলন করে নিতে চাইবেন বাংলার ব্যাটাররা। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ২২ রানে অপরাজিত রয়েছেন অনুষ্টুপ মজুমদার। ১২ রানে ক্রিজে আছেন মনোজ।


প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্বরেকর্ড


গতকালই প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েছে বাংলা। তাও আবার রঞ্জি ট্রফির মঞ্চে। এক ইনিংসে বাংলার হয়ে ব্যাট করতে নামা প্রথম নয়জনই পঞ্চাশ রানের গন্ডি টপকালেন। ঝাড়খণ্ডের বিরুদ্ধে রঞ্জি নক আউট পর্বের ম্যাচ খেলতে নেমেছিল টিম বাংলা। সেই ম্যাচে শতরান হাঁকালেন সুদীপ ঘরামি ও অনুষ্টুপ মজুমদার। এছাড়াও অর্ধশতরানের গণ্ডি টপকালেন আরও সাত জন। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে কোনও ম্যাচে একই দলের ৯ জন ব্যাটার ৫০ বার তার বেশি রান করেননি। অস্ট্রেলিয়ার একটি ঘরোয়া ম্যাচে এক ইনিংসে আটজন ব্যাটারের একসঙ্গে পঞ্চাশের বেশি রান করার রেকর্ড ছিল। ১৮৯৩ সালে এই রেকর্ড হয়। এবার সেই অজি দম্ভ চূর্ণ হল বাংলা ক্রিকেটের হাত ধরেই। 


ঝাড়খণ্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে শুরু থেকেই এগিয়ে বাংলা। প্রথম ২ দিনে শতরান হাঁকিয়েছিলেন যথাক্রমে সুদীপ ঘরামি ও অনুষ্টুপ মজুমদার। এছাড়াও অর্ধশতরান হাঁকিয়েছিলেন অভিষেক রমন, অভিমন্যু ঈশ্বরণ। রাজ্যের মন্ত্রী ও বাংলার অভিজ্ঞ ব্যাটার ও প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি ৭৩ রান করে প্য়াভিলিয়নে ফেরেন। বাকি অর্ধশতরানকারীরা হলেন, অভিষেক পোড়েল(৬৮), শাহবাজ আহমেদ(৭৮), সায়ন মন্ডল(৫৩) ও আকাশদীপ (৫৩)। বাংলার তরুণ পেসার আকাশদীপ ঝোড়ো গতিতে খেলে মাত্র ১৮ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে বোর্ডে যখন ৭৭৩ রান উঠে গিয়েছে, তখনই ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করেন বাংলা অধিনায়ক।