মুম্বই:মুক্তির পরে ৬ দিন পার। এখনও বক্স অফিসে পা জমাতে পারল না অক্ষয় কুমার  (Akshay Kumar), মানুসী চিল্লার  (Manushi Chillar), সোনু সুদ (Sonu Sood), সঞ্জয় দত্তের (Sanjay Dutt) ছবি সম্রাট পৃথ্বীরাজ (Samrat Prithviraj)। মাত্র ১০ কোটির কিছু বেশি অঙ্কতে খাতা খুলেছিল এই ছবি। ৬ দিন পেরিয়ে সেই আয় অঙ্কে পৌঁছল?


ডা. চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত অক্ষয় কুমার ও মানুষী চিল্লার অভিনীত ছবি প্রথম সপ্তাহান্তে মাত্র ৩৯ কোটি টাকার ব্যবসা করেছিল। বিভিন্ন ট্রেন্ট অ্যানালিটিকস্টরা বলছেন,  ৬ দিন পেরিয়ে এই ছবি আয় করতে পেরেছে মাত্র ৫২ কোটি টাকা। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে করমুক্ত করা হয়েছে এই ছবিকে। তবে দর্শকদের মনে তেমন দাগ কাটতে পারলেন কই সম্রাট পৃথ্বীরাজ?


এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, সোনু সুদ। এছাড়া এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখলেন ২০১৭-এর মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার। ছবিতে অক্ষয় যোদ্ধা রাজা পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় অভিনয় করেছেন। অন্যদিকে তাঁর প্রেমিকা সংযুক্তার চরিত্রে রয়েছেন মানুষী। উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ সহ বেশ কিছু রাজ্যে এই ছবিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে।


আরও পড়ুন: Anupam Roy Exclusive: শিল্পী চলে যান, শিল্প অমর হয়ে যায় এভাবেই: অনুপম


নির্ভীক এবং পরাক্রমশালী সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবন কাহিনির উপর ভিত্তি করে নির্ভীক এবং পরাক্রমশালী রাজা পৃথ্বীরাজ চৌহানের জীবন কাহিনির উপর ভিত্তি করে 'সম্রাট পৃথ্বীরাজ' ছবিটি তৈরি হয়েছে। এই ছবির হাত ধরেই প্রথম বলিউডে পা রাখলেন মানুসী।


অন্যদিকে এই ছবির সঙ্গে মুক্তি পেয়েছে কমল হাসনের 'বিক্রম' ও অদিভি বেশের 'মেজর'। এই দুই ছবিই হিন্দিতে খুব ভাল ব্যবসা না করলেও বাকি ভাষায় খুবই ভাল চলছে। এছাড়া তৃতীয় সপ্তাহেও 'ভুল ভুলাইয়া ২' প্রেক্ষাগৃহে ভাল ব্যবসা করছে। মনে করা হচ্ছে হিন্দিতে এই ছবি ১৫০ কোটির ক্লাবে পৌঁছে যাবে।