নয়াদিল্লি: আইপিএলে কোনও দল পাননি। কিন্তু চলতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিজের পারফরম্যান্সের মাধ্যমে দুরন্ত কামব্যাক করেছেন ভারতের স্পিন বোলার অথর্ব আনকোলেকর। জুনিয়র এশিয়া কাপের ফাইনালে নজরে পড়ার মতো পারফর্ম করেছিলেন তিনি। গত ডিসেম্বরে আইপিএলের নিলামে ৯৭১ খেলোয়াড়ের তালিকায় নামও ছিল। কিন্তু প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলার অভিজ্ঞতা না থাকায় কোনও দলে তাঁর জায়গা হয়নি।
চলতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খুব ভালো বোলিংয়ের সঙ্গে ব্যাট হাতে হাফসেঞ্চুরিও করেন তিনি। আগামীকাল রবিবার ভারত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি। এই ম্যাচে নিজেকে আরও একবার প্রমাণ করার সুযোগ থাকবে অথর্বর সামনে।
অথর্বের এই সাফল্যে বেজায় খুশি তাঁর মা। তিনি বলেছেন, রবিবার ফাইনালে জিতলে তা অথর্বের কেরিয়ারে হবে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এরফলে ও আত্মবিশ্বাস পাবে।
অথর্বের মা মুম্বইয়ের সরকারি পরিবহন সংস্থার বাসের কন্ডাক্টর।
অথর্বর মা জানিয়েছেন, ডিসেম্বরে আইপিএলের নিলামে কোনও দলে জায়গা না পাওয়ায় দুঃখ পেয়েছিল তাঁর ছেলে। কিন্তু আইপিএল তো প্রতি বছর আসে। কিন্তু অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলার সুযোগ একবারই পাওয়া যায়। এই বিশ্বকাপ ভারতের সমস্ত উঠতি খেলোয়াড়দের কাছে কেরিয়ার গড়ে তোলার সঠিক মঞ্চ।


উল্লেখ্য, অথর্বর বয়স যখন মাত্র ১০, তখন তাঁর বাবার মৃত্যু হয়। তখন থেকেই পরিবারের হাল ধরেন তাঁর মা। তাঁর পরিবারে রয়েছেন মা ও ছোট ভাই। আইপিএলের নিলামের তালিকায় নাম আসার পর অথর্ব মাকে চাকরি ছাড়তে বলেছিলেন।
অথর্বর কোচ প্রশান্ত শেট্টি বলেছেন, অর্থবের মতো যে কোনও খেলোয়াড়েরই ব্যর্থতার ভয় রয়েছে। তিনি বলেছেন, সাফল্যের জন্য পরিবারের সাহায্যের প্রয়োজন। ক্রিকেটে সব সময়ই নিজেকে প্রমাণ করতে হয় খেলোয়াড়দের।