নয়াদিল্লি: প্রথম ভারতীয় হিসেবে জুনিয়র বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ট্র্যাক ইভেন্টে সোনা জিতে ইতিহাস গড়া হিমা দাস না কি ইংরাজিতে ভাল কথা বলতে পারেন না। ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের পক্ষ থেকে করা ট্যুইটে এমনই দাবি করা হয়েছে। হিমা ৪০০ মিটার দৌড়ের ফাইনালে ওঠার পর তাঁকে শুভেচ্ছা জানাতে এই ট্যুইট করা হয়। তাতেই বলা হয়, ‘সেমি-ফাইনালে ওঠার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন হিমা দাস। তিনি ভাল ইংরাজি বলতে পারেন না। কিন্তু সেখানেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। হিমা দাসের জন্য আমরা গর্বিত। ফাইনালের জন্য শুভেচ্ছা।’ এই ট্যুইটেই ‘স্পিকিং’ বানানটি ভুল লেখা হয়েছে। তারপরেও হিমার ইংরাজি ভাষার জ্ঞানকে খাটো করার চেষ্টা হয়েছে।
গতকাল আইএএএফ বিশ্ব অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতে হিমা বুঝিয়ে দিয়েছেন, ইংরাজি ভাষায় দক্ষতা যেমনই হোক না কেন, ট্র্যাকে তিনি সেরা। তাঁর ক্রীড়া দক্ষতার কথা উল্লেখ না করে কেন ইংরাজিতে কথা বলার ক্ষেত্রে সমস্যার বিষয়টি তুলে ধরা হল, সেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় অ্যাথলেটিক্স ফেডারেশনের সমালোচনা শুরু হয়েছে। ফেডারেশন অবশ্য সাফাই দেওয়ার চেষ্টা করছে। তবে তাতে সমালোচনা থামেনি।