কলকাতা: গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে বল হাতে সেভাবে ছাপ ফেলতে ব্যর্থ ভারতীয় স্পিনার যজুবেন্দ্র চাহল। গতকাল কুলদীপ যাদবের বিধ্বংসী স্পেল ইংল্যান্ড ব্যাটিংয়ের টপ অর্ডার দুমড়ে মুচড়ে দেয়। অন্যদিকে, চাহল তাঁর ১০ ওভারের স্পেলে ৫১ রান দিয়ে মাত্র একটি উইকেট পেয়েছেন। তিনি আউট করেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়োন মর্গ্যানকে। এরপরও একটি ঘটনার জেরে সোশ্যাল মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। ২৮ তম ওভারে ওই ঘটনা ঘটে। হার্দিক পান্ড্য বেন স্টোকসকে রান আউট করার চেষ্টা করেনষ হার্দিকের থ্রো স্ট্যাম্প মিস করে চাহলের হাঁটুতে লাগে। আঘাত পাওয়ার পর মাটিতে পড়ে গড়াগড়ি দিতে শুরু করেন চাহল। যখন উঠে বসলেন তখন তাঁর মুখে হাসি।



এর পর সোশ্যাল মিডিয়ায় লোকজন তাঁকে ক্রিকেটের নেইমার বলে মন্তব্য করতে শুরু করেন। ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের তারকা ফুটবলারের এ ধরনের গড়াগড়ি নিয়ে ইতিমধ্যেই রঙ্গ-কৌতুকে মেতেছেন নেটিজেনরা। চাহলের গড়াগড়ি দেখে তাঁরা এবার তাঁর সঙ্গে নেইমারের তুলনা করেছেন।



এমনকি, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ম্যাচ দেখার পর চাহলের সঙ্গে ব্রাজিলের ফুটবল তারকার তুলনা করেছেন।
দেখুন সোশ্যাল মিডিয়ায় কয়েকটি প্রতিক্রিয়া