কলকাতা: আইএসএলের (ISL) লিগ তালিকার সবার নীচে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড। লিগে এক পয়েন্টও নেই তাদের দখলে। তবে বৃহস্পতিবার (১০ নভেম্বর) এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) বিরুদ্ধে একেবারে শেষ পর্যন্ত লড়াই করে মার্কো বালবুলের দল মরসুমের প্রথম পয়েন্ট পাওয়ার খুব কাছে চলে এসেছিল। তবে ৮৯ মিনিটে শুভাশিস বসুর গোলে জয় ছিনিয়ে নিল সবুজ মেরুন।


দুর্দান্ত শুরু


দুই দলই ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁপায়। মাত্র ১৫ সেকেন্ডে পার্থিব গগৈ নর্থ ইস্টের হয়ে গোলের প্রথম সুযোগটি পান। তবে তিনি ঠিকঠাক শট নিতে পারেননি। প্রীতম কোটাল বল ক্লিয়ার করে দেন। ঠিক তার পরপরই হুগো বুমোসের পাস থেকে দিমিত্রিচ পেত্রাতোস বল জালে জড়িয়ে দেন। তবে এটিকে মোহনবাগান স্ট্রাইকারের গোলটি অফসাইডের জন্য বাতিল করা হয়। দুই দলই একের পর এক আক্রমণ গড়লেও, গোল কিছুতেই আসছিল না। তবে অবশেষে ৩৫ মিনিটে ম্যাচের প্রথম গোলটি আসে। হুগো বুমোসের ঠিকানা লেখা পাস থেকে দুর্দান্ত শটে সবুজ-মেরুনকে এগিয়ে দেন লিস্টন কোলাসো।


প্রথমার্ধে পিছিয়ে থাকলেও, হাল ছাড়েনি নর্থ ইস্ট। দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের মাথায় আশিস রাই মোহনবাগান পেনাল্টি বক্স থেকে বল ক্লিয়ার করতে ব্যর্থ হন। প্রজ্ঞান পায়ে বল পেয়ে পেনাল্টি বক্সের বাইরে থেকে শট নেন। বল গোলে না পৌঁছলেও সেই শট থেকে পার্থিব পায়ে বল পেয়ে যান। তবে তিনি গোল করতে পারেননি। দুরন্তভাবে পার্থিবের শট মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথের গায়ে লেগে পোস্টে লাগে। ম্যাচের ৮১ মিনিটে অবশেষে সাফল্য পায় নর্থইস্ট। কর্নার থেকে নর্থ ইস্টের মরসুমের মাত্র দ্বিতীয় গোলটি করেন অ্যারন ইভান্স। 


 শেষ মুহূর্তে গোল


প্রথম পোস্টে জনের হেডার থেকে বল চলে আসে ইভান্সের কাছে। তিনি হেডারে বল জালে জড়িয়ে নর্থ ইস্টকে ম্যাচে সমতায় ফেরান। যখন মনে হচ্ছিল নর্থ ইস্ট হয়তো মরসুমের প্রথম পয়েন্ট পেতে চলেছে, ঠিক তখনই ম্যাচের ৮৯ মিনিটে শুভাশিস এটিকে মোহনবাগানের হয়ে জয়সূচক গোলটি করেন। কর্নার থেকে সুযোগ পেয়েও নর্থ ইস্ট রক্ষণ বল ক্লিয়ার করতে ব্যর্থ হয়। পেত্রাতোসের ক্রস থেকেই শুভাশিস জয়সূচক গোলটি করেন। এই জয়ের ফলে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে পোঁছে গেল সবুজ মেরুন। 


আরও পড়ুন: নেই পোগবা ও কঁতে, কাতার বিশ্বকাপের ২৫ সদস্যের দল ঘোষণা করল ফ্রান্স