মুম্বই: রবিবাসরীয় সন্ধ্যায় মুম্বই সিটির বিরুদ্ধে এক হাড্ডাহাড্ডি ঘটনাবহুল ম্যাচে ২-২ গোলে ড্র করল এটিকে মোহনবাগান (MCFC vs ATKMB)। ম্যাচে দুরন্ত গোল, লাল কার্ড, সুন্দর ফুটবল, কোনওকিছুরই অভাব ছিল না। অবশ্য ড্র করেও লিগ তালিকায় এগিয়ে গেল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। বর্তমানে পাঁচ নম্বরে রয়েছে সুবজ-মেরুন। 


শুরুতেই পিছিয়ে পড়ে সুবজ-মেরুন


এদিন ম্যাচের শুরু থেকেই মুম্বই আক্রমণে ঝাঁপায়। মাত্র চার মিনিটেই হাইল্যান্ডার্সরা সাফল্যও পেয়ে যায়। লালিয়ানজুয়ালা চাঙটে গোল করে মুম্বইকে এগিয়ে দেন। বাঁ-দিকের উইং ধরে উঠে এসে এক দূরপাল্লার দুরন্ত শটে গোল করেন চাঙটে। এক গোলে পিছিয়ে পড়ে তেড়েফুড়ে আক্রমণ করা শুরু করে এটিকে মোহনবাগান। দিমিত্রিচ পেত্রাতোসের এক ক্রস থেকে লিস্টন কোলাসোর হেডার পোস্টে লেগে ফিরে আসে। তবে অনেক চেষ্টা করেও প্রথমার্ধে জুয়ান ফেরান্দোর দল মুম্বইয়ের রক্ষণ ভাঙতে পারেনি। 


হার না মানা লড়াইয়ে ড্র


অবশ্য দ্বিতীয়ার্ধের মাত্র দুই মিনিটের মাথায় জনি কাউকো সুবজ-মেরুনকে সমতায় ফেরান। কাউকোর শট মেহতাবের পায়ে লেগে দিক পরিবর্তন করায়, তা মুম্বই গোলরক্ষককে পরাস্ত করে। দুই দলই জয়সূচক গোলের জন্য আক্রমণে ঝাঁপায়। ফুটবলীয় ভাষায় 'এন্ড-টু-এন্ড' এক ম্যাচের সাক্ষী থাকেন দর্শকরা। ম্যাচের ৭২ মিনিটে ফের একবার লিড নিয়ে নেয় মুম্বই। সুবজ-মেরুন গোলরক্ষক বিশাল কাইথ বল দস্তানাবদ্ধ করতে ব্য়র্থ হন। বল জড়িয়ে যায় সবুজ-মেরুনের জালে। মুম্বইয়ের হয়ে গোলটি করেন রস্টন গ্রিফিথ্স। ম্যাচে দ্বিতীয়বার পিছিয়ে পড়ার পরেই মেজাজ হারান লেনি রডরিগেজ। বল ছাড়াই মুম্বই ফরোয়ার্ড গ্রেগ স্টুয়ার্টকে পা দিয়ে ফাউল করে ৭৪ মিনিটে লাল কার্ড দেখেন সবুজ-মেরুন তারকা। 


তবে ১০ জনে নেমে গেলেও ম্যাচে হার মানতে নারাজ সবুজ-মেরুন ফুটবলাররা লড়াই চালিয়ে যান। কিছুটা ভাগ্যের সহায়তাও পায় সবুজ-মেরুন। ৮৩ মিনিটে স্টুয়ার্টের ফ্রি-কিক বারে লেগে ফিরে আসে। তার পরপরই নিজেদের মরিয়া লড়াইয়ের ফল পায় সবুজ-মেরুন। নির্ধারিত সময়ের মাত্র দুই মিনিট বাকি থাকতে কার্ল ম্যাকহিউ ম্যাচে দ্বিতীয়বার মোহনবাগানকে সমতায় ফেরান। পেত্রাতোসের ফ্রি-কিক থেকে হেডে গোল করেন ম্যাকহিউ। আর কোনও গোল না হওয়ায় শেষমেশ ড্রয়েই শেষ হয় ম্যাচ। সবুজ-মেরুন বৃহস্পতিবার, ১০ নভেম্বর নিজেদের ঘরের মাঠে লিগ তালিকায় সবার নীচে থাকা নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নিজেদের পরের ম্যাচ খেলবে।  


আরও পড়ুন: কলকাতায় সৈয়দ মুস্তাক আলি টি-২০ খেলতে এসে হানিট্র্যাপের শিকার দিল্লির ক্রিকেটার? গ্রেফতার ৪