কলকাতা: গত মরসুম শেষেই তিন বছর পর এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ছেড়েছেন তারকা স্ট্রাইকার রয় কৃষ্ণ (Roy Krishna)। তার পরবর্তী গন্তব্য এখনও জানা না গেলেও, তিনি সম্ভবত বেঙ্গালুরু এফসিতেই সই করতে চলেছেন বলে জল্পনা। কিন্তু কৃষ্ণর পরিবর্তে সুবজ-মেরুনের জার্সিতে স্ট্রাইকারের ভূমিকায় কাকে খেলতে দেখা যাবে, সেই নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল।


২০১৮ রাশিয়ান বিশ্বকাপার


এবার অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। কৃষ্ণর মতোই অস্ট্রেলিয়ার 'এ' লিগ মাতানো স্ট্রাইকারকে সই করল এটিকে মোহনবাগান। তিনি আর কেউ নন, অস্ট্র্রেলিয়ার হয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলা দিমিত্রিয়স পেট্রাটোস (Dimitrios Petratos)। ২৯ বছর বয়সি ফরোয়ার্ড সই করার কথা সরকারিভাবে ইতিমধ্যে জানিয়েও দেওয়া হয়েছে এটিকে মোহনবাগানের তরফে। কোচ জুয়ান ফেরান্দোর মনের মতোই খেলার ধরন অজি ফুটবলারের।


 






কৃষ্ণ মূলত ফেরান্দোর পরিকল্পনামাফিক খেলতে পারছিলেন না। তার খেলার ধরন ফেরান্দোর খেলার ধরনের থেকে পৃথক ছিল। এই কারণেই নাকি ফিজির স্ট্রাইকারকে ছেড়ে দিয়েছিল মোহনবাগান। পেট্রাটোস কিন্তু শুধু স্ট্রাইকার নন, তার খেলার মধ্যে বৈচিত্র রয়েছে। স্ট্রাইকারের পাশাপাশি তিনি অ্যাটাকিং মিডফিল্ড এবং উইঙ্গে খেলতেও সিদ্ধহস্ত। উপরন্তু. তার অভিজ্ঞতার কথা না বললেই নয়। ব্রিসবেন রোরের মতো ক্লাবের হয়ে পেট্রাটোস ২০১৩-১৪ মরসুমে 'এ' লিগ জিতেছেন। খেলেছেন সৌদি আরবের আল ওহেদার ক্লাবেও।


নয় নম্বর জার্সি পরবেন নতুন ফরোয়ার্ড


গত মরশুমে 'এ' লিগেই সিডনি ওয়ান্ডারার্সের হয়ে ২৩ ম্য়াচে তিন গোল ও দুইটি অ্যাসিস্ট ছিল তার। এবার আইএসএলে সুবজ-মেরুন জার্সিতে ফুল ফোটাবেন এই ফরোয়ার্ড। এটিকে মোহনবাগানের হয়ে নয় নম্বর জার্সি পরবেন পেট্রাটোস। ঘটনাক্রমে, রাশিয়া বিশ্বকাপে সকারুজের হয়েও তিনি নয় নম্বর জার্সিতেই খেলেছেন। পেট্রাটোস আসায় ছয় নম্বর বিদেশিও পাকা করে ফেলল সবুজ-মেরুন।


আরও পড়ুন: এটিকে মোহনবাগান ছেড়ে বন্ধু প্রবীরের বেঙ্গালুরুতেই সই করছেন রয় কৃষ্ণ?