কলকাতা : একটানা আট ডার্বি (Derby)। মাঝে তিন তিনটে বছর। বড়ম্যাচের ইতিহাসে নতুন নজির। ইস্টবেঙ্গলকে (East Bengal) শনিবার হারিয়ে টানা আট ডার্বি জিতেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। যে নজির বড়ম্যাচের ইতিহাসে আগে নেই। এদিন দিমিত্রি, স্লাভকোর গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা অষ্টম ডার্বি জয় সবুজ মেরুন শিবিরের। পাশাপাশি লিগে তৃতীয় স্থানে থেকে প্লে-অফেও পৌঁছে গিয়েছে মোহনবাগান (Mohun Bagan)।
দুই দলের আইএসএলে যোগদানের পর থেকে সব ডার্বিতেই জিতেছে এটিকে মোহনবাগান। তার আগেও শেষ ডার্বিগুলিতে ছিল একই চিত্র। মাঝে ফ্র্যাঞ্চাইজি, মালিকানা, দলের খোলনলচে সব বদলে গেলেও গত কয়েক বছরে বড়ম্যাচে প্রবল আধিপত্য বজায় রেখেছে সবুজ-মেরুন শিবির।
চলতি মরসুমে ডার্বি জয়ের হ্যাটট্রিক
আজকের ম্যাচ ছাড়াও চলতি মরসুমের আগের দুই ডার্বিই জিতেছে মোহনবাগান। চলতি ২০২২-২৩ মরসুমে ময়দানের দুই প্রধান প্রথম মুখোমুখি হয়েছিল ডুরান্ড কাপে। ২৮ অগাস্ট ২০২২-এর ম্যাচে সুমিত পাসির আত্মঘাতী গোলে ডুরান্ডের গ্রুপ পর্বের যে ম্যাচে হেরেছিল ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) প্রথম রাউন্ডের ম্যাচেও বজায় ছিল যে ধারা। ২০২২ সালের ২৯ অক্টোবর বৌমৌস ও মনবীরের গোলে ২-০ ব্যবধানে জিতেছিল মোহনবাগান। এবারও ফলাফল ২-০। দিমিত্রি, স্লাভকোর গোলে।
ডার্বিতে সবুজ-মেরুন জয়ের ধারা
বড়ম্যাচ শেষবার ইস্টবেঙ্গলস জিতেছি ২০১৯ সালে। তৎকালীন লাল-হলুদ ব্রিগেড খেলত আই লিগে। ২০১৯ সালের ২৭ জানুয়ারি হাইমে স্যান্টোস ও জবি জাস্টিনের গোলে ২-০ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। যারপর থেকে মোট ডার্বি হয়েছে ৯ টি। কলকাতা লিগের একটি ম্যাচে ( ২০১৯ সালের ১ সেপ্টেম্বর) ড্র ছাড়া প্রত্যেকটি ম্যাচে হেরেছে ইস্টবেঙ্গল।
যার শুরুর ২০২০ সালের ১৯ জানুয়ারি। তখনই দুই দলই খেলত আই লিগে। জোসেবা বেইতিয়া ও বাবা দিওয়ারার গোলে ২-১ জিতেছিল। তারপরের দুটি মরসুমে চারটি ম্যাচেও জিতেছে সবুজ-মেরুন শিবির। ২০২১-২২ মরসুমে দুটি ম্যাচে এটিকে মোহনবাগান জিতেছিল যথাক্রমে ৩-০ (২৭ নভেম্বর ২০২১) ও ৩-১ (২৯ জানুয়ারি ২০২২) গোলের ব্যবধানে।
এদিন প্রথমার্ধ গোলশূন্য ছিল। ইস্টবেঙ্গল (East Bengal FC) সমর্থকেরা হয়তো তখন আশা করেছিলেন যে, অবশেষে ডার্বিতে তাঁদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। কিন্তু দ্বিতীয়ার্ধে সেই স্বপ্নভঙ্গ হল। জোড়া গোলে ফের লাল-হলুদ শিবিরে আঁধার নামাল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। আইএসএলে ডার্বির রং ফের সবুজ-মেরুন। ২-০ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল এটিকে মোহনবাগান। পাশাপাশি এই নিয়ে টানা ৮ ডার্বি জিতল সবুজ-মেরুন শিবির।
আরও পড়ুন- শুনশান গ্যালারি! কলকাতা ডার্বিতে বিরল দৃশ্য যুবভারতী স্টেডিয়ামে