ইনদওর: ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) তৃতীয় টেস্ট শুরু হতে এখনও দিন কয়েক বাকি। তার আগে ফের শিরোনামে উঠে এল বাইশ গজ।


এবং সব কিছু ঠিকঠাক চললে, প্রথম দুই টেস্টের মতো তৃতীয় টেস্টেও খেলা হতে পারে স্পিন বোলিং সহায়ক পিচে। সূত্রের খবর, ইনদওরে চারটি পিচ তৈরি রাখা হচ্ছে। যার মধ্যে দুটি লাল মাটির আর দুটি কালো মাটির। তবে আয়োজক মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা থেকে যা ইঙ্গিত পাওয়া গিয়েছে, তাতে লাল পিচেই হতে পারে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। যে উইকেটে বল ঘুরবে। বাউন্সও থাকবে। ছড়ি ঘোরাতে পারেন দুই দলের স্পিনাররাই। যে খবর শুনলে ভারতীয় শিবিরের উৎফুল্ল হওয়ার কথা। 


প্রথম দুই টেস্টের পিচ নিয়ে তুমুল জলঘোলা হয়েছিল। ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজের পিচ ঘিরে বিতর্ক অব্যহত। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম ম্যাচ হয়েছিল নাগপুরে। দ্বিতীয় ম্যাচ হয় দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে। যা অধুনা অরুণ জেটলি স্টেডিয়াম নামে পরিচিত। প্রথম দুই ম্যাচই সহজ ভাবে জিতে নেয় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। তবে মাঠে বল গড়ানোর আগে থেকেই শুরু হয়েছিল পিচ বিতর্ক। অজি সংবাদমাধ্যম দাবি করেছিল, ভারতীয় দলকে সুবিধা পাইয়ে দিতে বাইশ গজ প্রস্তুত করেছে কিউরেটর।


সিরিজের প্রথম দুই টেস্টে ২২ গজের যুদ্ধে ভারতীয় বোলারদের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটাররা (Ind vs Aus)। তাসের ঘরের মতো ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং। প্রথম দুই টেস্টেই পেসারদের থেকে স্পিনাররা বেশি উইকেট নেন। দুই ম্যাচই তিন দিনের মধ্যে শেষ হয়ে যায়। এবার সেই দুই স্টেডিয়ামের পিচকেই মাঝারি মানের বলে রেটিং দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC)।                                              


সূত্রের খবর, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট দুটি পিচ সম্পর্কে কোনও নেতিবাচক রিপোর্ট দেননি আইসিসির কাছে। তবে প্রশংসাও করেননি। দুটি পিচকেই 'অ্যাভারেজ' রেটিং দিয়েছেন তিনি।                       


এবার ম্যাচ শুরুর প্রায় এক সপ্তাহ আগেই ইনদওরের পিচ নিয়ে শুরু হয়ে গেল চর্চা।


আরও পড়ুন: স্লেজিং করে ধোনির ধমক খেয়েছিলেন ইশান্ত, ফাঁস করলেন পাক তারকা ক্রিকেটার