নয়াদিল্লি : ঐতিহাসিক ৭ অগাস্টকে স্মরণীয় করে রাখতে বিশেষ পদক্ষেপ অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার (এএফআই)। 'জ্যাভলিন থ্রো ডে' হিসেবে ৭ অগাস্টকে ভারতে পালনের সিদ্ধান্ত জানানো হল তাদের তরফে। নীরজ চোপড়ার কীর্তিকে এভাবেই সম্মান জানানোর রাস্তা বের করল তারা। ওইদিনই টোকিও অলিম্পিক্সের মঞ্চে ভারতকে ঐতিহাসিক সোনার পদক জিতিয়েছেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ। অলিম্পিক্সের অ্যাথলেটিক্সের ইভেন্টে এই প্রথম নীরজের হাত ধরে সোনা এসেছে ভারতের ঝুলিতে।


নীরজের নজির দেখে দেশের আরও অনেক খুদেরা যাতে জ্যাভলিন থ্রোতে উৎসাহী হয় তাই এমন ভাবনা বলে জানানো হয়েছে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার (এএফআই) পক্ষ থেকে। সংস্থার প্ল্যানিং কমিটির চেয়ারম্যান ললিত বানোট এদিন নীরজের উপস্থিতিতে যে ঘোষণা করেন। রাজধানীতে দেশের সোনার ছেলেকে সম্মান জানাতে মঙ্গলবার বিশেষ এক সংবর্ধনা সভার আয়োজন করেছিল অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া (এএফআই)।


যে মঞ্চে তাঁর জীবনে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার (এএফআই) অবদান জানাতে গিয়ে বেশ কিছুটা আবেগপ্রবণও হয়ে পড়েন নীরজ। অলিম্পিক্সের মঞ্চে ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জেতা নীরজ তাঁর কেরিয়ারের মোড় ঘোরানোর জন্য অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার (এএফআই) ভূমিকা নিয়ে বলতে গিয়ে জানান, '২০১৫ কেরল ন্যাশনালসে পঞ্চম হওয়ার পরও জাতীয় ক্যাম্পে সুযোগ পাওয়াই কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। জাতীয় ক্যাম্পে দেশের সেরা জ্যাভলিন থ্রোয়ারদের সঙ্গে একসঙ্গে অনুশীলন। সেরা কোচেদের সান্নিধ্য ও প্রয়োজনীয় ডায়েট পাওয়ার জেরে অ্যাথলিট হিসেবে নিজেকে আরও উন্নত করে তুলতে সক্ষম হই।'


অলিম্পিক্সের সাফল্যের জেরে আবেগ, ভালোবাসা ও সংবর্ধনা ভাসলেও তা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে এখনই নিজের পরের লক্ষ্য স্থির করে ফেলেছেন ভারতের সোনার ছেলে। আগামী বছর মার্কিন মুলুকে আয়োজিত হতে চলা বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সেরা হওয়াই লক্ষ্য নীরজের। পাশাপাশি হরিয়ানার ছেলের সাফ কথা, 'এশিয়ান গেমস, কমনওয়েলথ এবং অলিম্পিক্সেও ফের সোনা জিততে চাই।' মাত্র ২৩ বছর বয়সে প্রথম অলিম্পিক্সে নেমেই সোনালি কীর্তি গড়া নীরজের হাতে যথেষ্ট সময় রয়েছে সাফল্যের আরও নতুন নজির গড়ার।