ইসলামাবাদ: মন জিতে নিলেন পাকিস্তানের অ্যাথলিট আর্শাদ নাদিম। টোকিও অলিম্পিক্সের জ্যাভলিন থ্রোয়ে যিনি ভারতের নীরজ চোপডট়ার কাছে হেরে গিয়েছিলেন। এবার নীরজের উচ্ছ্বসিত প্রশংসা করলেন পাক জ্যাভলিন থ্রোয়ার। টোকিও অলিম্পিক্সে সোনার পদকজয়ীর সঙ্গে নিজের ছবিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্ট নিমেশে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।


আর্শাদ নীরজের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'দারুণ খেলেছো চ্যাম্পিয়ন। নীরজ, তোমাকে পরের অলিম্পিক্সের জন্যও আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম।' সেখানেই থেমে না থেকে আর্শাদ আর একটি ট্যুইটে লিখেছেন, 'অনেক শ্রদ্ধা রইল। ভারত ও পাকিস্তানের সমস্ত সমর্থকদের জন্য রইল শুভেচ্ছা। সকলকে ভালবাসা জানাই।'


টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জয়ের পর থেকেই নীরজ চোপড়াকে নিয়ে মেতে রয়েছে গোটা দেশ। এই মুহূর্তটা উপভোগ করলেও আবেগে বেশি মাথা ঘামাতে নারাজ পানিপথের তরুণ। এবার তাঁর লক্ষ্য আগামী বছরে আয়োজিত হতে চলা বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেতাব জয়। দিল্লিতে সাংবাদিক বৈঠকে নীরজ বলেছেন, 'আমি এর মধ্যেই এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসে সোনা জিতেছি। এবার অলিম্পিক্সেও সোনা জিতলাম। এবার আমার লক্ষ্য আগামী বছর হতে চলা বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেতাব জয়।' অ্যাথলেটিক্স ফেডারেশনের তরফে এক সাংবাদিক বৈঠক আয়োজন করা হয়েছিল। সেখানেই এ কথা বলেন নীরজ।


অলিম্পিক্সে ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুড়ে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চ থেকে ভারতকে সোনা এনে দেওয়ার পর আগামী টার্গেট প্রসঙ্গে নীরজের সংযোজন, 'বিশ্ব চ্যাম্পিয়নশিপ ভীষণই বড় মাপের একটা প্রতিযোগিতা। কিছু সময় যেখানে প্রতিদ্বন্দ্বিতার মান অলিম্পিক্সের থেকেও বেশি হয়। অলিম্পিক্সে সোনা পেয়েছি ভেবে বসে থাকলে তাই চলবে না। আরও ভালো করার ভাবনা রয়েছে। এশিয়ান গেমস, কমনওয়েলথ এমনকী অলিম্পিক্সেও ফের সোনা জিততে চাই।' প্রথমে যুক্তরাষ্ট্রে এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু টোকিও অলিম্পিক্স পিছিয়ে যাওয়ার পর সেই টুর্নামেন্টও পিছিয়ে যায়। এই টুর্নামেন্ট হবে এবার আগামী বছর ১৫ জুলাই থেকে ২৪ অগাস্ট পর্যন্ত।