ভারত সফরে আসছেন না অস্ট্রেলিয়ার প্রধান কোচ ল্যাঙ্গার, দায়িত্ব সামলাবেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড
Web Desk, ABP Ananda | 07 Jan 2020 03:03 PM (IST)
কয়েকদিন পরেই ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া।
নয়াদিল্লি: ভারতে তিন ম্যাচের একদিনের সিরিজে অস্ট্রেলিয়া দলের সঙ্গে আসছেন না প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। তিনি স্বল্প সময়ের জন্য বিরতি নিচ্ছেন। তাঁর বদলে এই সিরিজে অস্ট্রেলিয়া দলের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। এই প্রথম স্বাধীনভাবে জাতীয় দলের দায়িত্বে থাকবেন তিনি। অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অ্যান্ড্রুর প্রশংসা করেছেন ল্যাঙ্গার। কয়েকদিন পরেই ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া। আগামী মঙ্গলবার প্রথম ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ রাজকোট ও বেঙ্গালুরুতে যথাক্রমে ১৭ ও ১৯ তারিখ। সম্প্রতি টেস্ট সিরিজে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের চলতি সিরিজের প্রথম ম্যাচ পিচে জল ঢুকে যাওয়ায় ভেস্তে যায়।