সিডনি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিও জিতে নিল ভারত। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজ এক ম্য়াচ বাকি থাকতেই দিতে নিল ভারত। যা বিরাট কোহলিদের ওয়ান ডে সিরিজ হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেবে। সেই সঙ্গে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে গোটা শিবিরকে দেবে বাড়তি আত্মবিশ্বাস।


রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার ১৯৪/৫ স্কোর দু বল বাকি থাকতেই চার উইকেট হারিয়ে ছাপিয়ে যায় ভারত। ২২ বলে অপরাজিত ৪২ রান করে ম্যাচের সেরা হয়েছেন হার্দিক পাণ্ড্য। ২৪ বলে ৪০ রান করে ব্যাট হাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন কোহলিও। তাঁর ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছক্কা। তবে শোরগোল পড়ে গিয়েছে অ্যান্ড্রু টাইকে মারা বিরাটের একটা ছক্কা নিয়ে।

টাই-এর বল হাঁটু গেড়ে বসে স্কুপ করে ডিপ ফাইন লেগের ওপর দিয়ে উড়িয়ে দেন কোহলি! ভারত অধিনায়ককে আগে কখনও এরকম স্কুপ মারতে দেখা যায়নি। বিশ্বক্রিকেটে এই শটকে জনপ্রিয় করে তোলেন এ বি ডিভিলিয়ার্স। এত নিখুঁতভাবে এই শট খেলেন এ বি যে, তাঁকে ৩৬০ ডিগ্রি ক্রিকেটার বলা হয়। অতর্কিতে শরীরকে প্রায় ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে এই শটটি খেলেন বলে। রবিবার কোহলিও সেই ঢঙেই ছক্কা মারলেন।



এ বি আর কোহলি, দুজনই আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরে খেলেন। মাঠে, মাঠের বাইরে দুজনে ভাল বন্ধুও। রবিবার ম্যাচের পর কোহলিকে তাঁর স্কুপ শট নিয়ে প্রশ্ন করা হয়। ভারত অধিনায়ক হাসতে হাসতে বলেন, "দারুণ মজার মুহূর্ত ছিল ওটা। আমি শটটা খেলে নিজেও চমকে গিয়েছিলাম। আজ রাতে এ বি-কে একটা টেক্সট করে জিজ্ঞেস করব ওর কেমন লাগল।"

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট । ০-১ পিছিয়ে থেকে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে শুরুটা দুর্দান্তভাবে করে অস্ট্রেলিয়া। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান করে অস্ট্রেলিয়া। এই ম্যাচের অধিনায়ক ম্যাথু ওয়েড ওপেন করতে নেমে ৩২ বলে ৫৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও একটি ছক্কা। তিনি রান আউট হন। অপর ওপেনার ডার্সি শর্ট (৯) অবশ্য বড় রান পাননি। তিন নম্বরে নামা স্টিভ স্মিথ করেন ৪৬ রান। গ্লেন ম্যাক্সওয়েল ২২ ও মোয়েস অনরিকস ২৬ রান করেন। ১৬ রান করে অপরাজিত থাকেন মার্কাস স্টোইনিস। ড্যানিয়েল স্যামস ৮ রান করে অপরাজিত থাকেন। ভারতের হয়ে ২০ রান দিয়ে ২ উইকেট নেন টি নটরাজন। তিনি এই সফরের আবিষ্কার। শার্দুল ঠাকুর ও যুজবেন্দ্র চাহাল একটি করে উইকেট নেন।