হোবার্ট: বৃষ্টির জন্য দ্বিতীয় দিনের খেলা ভেস্তে গেলেও, তৃতীয় দিনের শেষে হোবার্টে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে দিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৮৫ রানে অলআউট হওয়ার পর আজ ৩২৬ রানে অলআউট হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক ১০৪ রান করেছেন। দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ১২১। স্টিভ স্মিথের দল এখনও ১২০ রানে পিছিয়ে। ফলে দক্ষিণ আফ্রিকারই পাল্লা ভারী।
প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় হলেও, দ্বিতীয় ইনিংসে অবশ্য অনেক ভাল পারফরম্যান্স দেখাচ্ছে অস্ট্রেলিয়া। যদিও ইনিংসের শুরুটা একেবারেই ভাল হয়নি। ইনিংসের চতুর্থ বলেই আউট হয়ে যান জো বার্নস। এরপর ডেভিড ওয়ার্নার (৪৫) ও উসমান খোয়াজা দলের হাল ধরেন। দিনের শেষে ৫৬ রানে অপরাজিত খোয়াজা। টেস্টে এটি তাঁর নবম অর্ধশতরান। স্মিথ ১৮ রানে অপরাজিত। আগামীকাল চতুর্থ দিন অস্ট্রেলিয়ার সামনে কঠিন লড়াই।
হোবার্ট টেস্টের রাশ দক্ষিণ আফ্রিকার হাতে
Web Desk, ABP Ananda
Updated at:
14 Nov 2016 01:42 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -