অ্যালগারভে: ২০১৮ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে লাটভিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে পর্তুগালকে জেতালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এর মধ্যে একটি গোল পেনাল্টি থেকে। তবে আর একটি পেনাল্টি নষ্ট করে হ্যাটট্রিকের সুযোগ হারিয়েছেন রিয়াল মাদ্রিদের মহাতারকা। তাঁর দল জিতেছে ৪-১ গোলে।
পর্তুগাল বড় ব্যবধানে জিতলেও, ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। ২৮ মিনিটে লাটভিয়ার জিন্টস ফ্রেইম্যানিস বক্সের মধ্যে ন্যানিকে ট্রিপ করলে পেনাল্টি পায় পর্তুগাল। গোল করতে ভুল করেননি রোনাল্ডো। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। ৫৮ মিনিটে বক্সের মধ্যে আন্দ্রে গোমেজকে ট্রিপ করেন গ্লেবস ক্লাসকিনস। এবারও পেনাল্টি মারতে যান রোনাল্ডো। কিন্তু তাঁর শট পোস্টে লেগে বাইরে চলে যায়।
৬৮ মিনিটে আরতুরাস জুজিনসের গোলে লাটভিয়া সমতা ফেরায়। এরপর চাপে পড়ে গিয়েছিল পর্তুগাল। তবে ৭০ মিনিটেই উইলিয়াম কারভালহোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। রোনাল্ডো ব্যবধান বাড়ান। চতুর্থ গোল করেন ব্রুনো আলভেজ। এই জয়ের পর ৪ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-র দু নম্বরে থাকল পর্তুগাল।
রোনাল্ডোর জোড়া গোল, পেনাল্টি মিস, বড় জয় পর্তুগালের
Web Desk, ABP Ananda
Updated at:
14 Nov 2016 11:16 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -