হোবার্ট: চলতি অ্যাশেজ ইতিমধ্যেই জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। তবে সিরিজ হোয়াইটওয়াশ করা সম্ভব হচ্ছে না। কারণ, প্রথম তিনটি টেস্টে হেরে গেলেও, দুর্দান্ত লড়াই করে চতুর্থ টেস্ট ড্র করেছে ইংল্যান্ড। কাল থেকে শুরু হচ্ছে পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ। তার আগে আজ অস্ট্রেলিয়ার আংশিক দল ঘোষণা করে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি জানিয়ে দিলেন, এই টেস্টে ব্যাটিং ওপেন করবেন উসমান খাজা। বাদ পড়েছেন মার্কাস হ্যারিস। তাঁর বদলেই ওপেন করবেন খাজা।


চতুর্থ টেস্টে ট্রেভিস হেডের বদলে মিডল অর্ডারে ব্যাটিং করেন খাজা। দু’বছর পর টেস্ট দলে ফিরে দুই ইনিংসেই শতরান করেন তিনি। সিডনিতে প্রথম ইনিংসে ১৩৭ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। এবার তাঁকে ওপেন করার সুযোগ দেওয়া হচ্ছে।


মেলবোর্নে তৃতীয় টেস্টের পর করোনা আক্রান্ত হওয়ায় সিডনি টেস্টে খেলতে পারেননি ট্রেভিস হেড। তবে এবার সুস্থ হয়ে ওঠায় তিনি দলে ফিরছেন। পাঁচ নম্বরে ব্যাটিং করতে নামবেন তিনি।


মেলবোর্নে প্রথম ইনিংসে ৭৬ রান করলেও, চলতি সিরিজে মাত্র ২৯.৮৩ গড়ে ১৭৯ রান করেছেন মার্কাস হ্যারিস। সেই কারণেই তিনি বাদ পড়েছেন।


অ্যাশেজের শেষ টেস্টের আগে ব্যাটিং লাইনআপ ঠিক করে ফেললেও, বোলিং নিয়ে কিছুটা চিন্তায় অস্ট্রেলিয়া শিবির। কারণ, পেসার স্কট বোল্যান্ডের চোট আছে। তিনি যদি খেলতে না পারেন, তাহলে ঝাই রিচার্ডসনকে সুযোগ দেওয়া হতে পারে। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন রিচার্ডসন।


এই সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে জয় আসে ২৭৫ রানে। এরপর তৃতীয় টেস্ট ইনিংস ও ১৪ রানে জিতে সিরিজ দখল করে অস্ট্রেলিয়া। চতুর্থ টেস্টে অবশ্য দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট পড়ে যাওয়ার পরেও ম্যাচ ড্র করতে সক্ষম হয় ইংল্যান্ড। এবার লড়াই শেষ টেস্টে। অস্ট্রেলিয়া কি সিরিজ ৪-০ করতে পারবে? না কি ইংল্যান্ড প্রত্যাঘাত করবে? লড়াই শুরু কাল থেকে।