নয়াদিল্লি: ভারতীয় দলে ফিরলেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়া সিরিজে তাঁকে টেস্ট স্কোয়াডে ফেরানো হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে টি-২০ ও ওয়ান ডে সিরিজে।
ভারত ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শুরু হতে যে সময়ের ব্যবধান পাওয়া যাবে, তাতে রোহিত পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বলে আশা বিসিসিআইয়ের!সম্প্রতি বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়েওছিলেন যে ফিট থাকলে রোহিত নিশ্চয়ই অস্ট্রেলিয়া যাবে। অন্যদিকে, প্রথম টেস্টের পর পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন অধিনায়ক বিরাট কোহলি।
প্রসঙ্গত, গত মাসের ১৮ তারিখে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত। তারপর চার ম্যাচে অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন কায়রণ পোলার্ড।
এদিকে জাতীয় দল নির্বাচনের পরেই শুরু হয়ে যায় বিতর্ক। সুনীল গাভাসকার, বীরেন্দ্র সহবাগের মত প্রবীণরা প্রশ্ন তোলেন রোহিত শর্মা কেন স্কোয়াডের বাইরে! চাপের মুখে অবশেষে রোহিত শর্মাকে টিম ইন্ডিয়ার সঙ্গে অস্ট্রেলিয়া পাঠানোর সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। রোহিতের চোট কতটা গুরুতর, তা খোলসা করে জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকে। তবে, মুম্বই ইন্ডিয়ান্সের নেটে রীতিমত পরিচিত মেজাজে পাওয়া গিয়েছে হিটম্যানকে। তাতেই আশাবাদী একাংশ। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, অস্ট্রেলিয়াগামী ভারতীয় দলে জায়গা করে নিতে রোহিত শর্মাকে টিম ইন্ডিয়ার ফিজিয়ো নীতিন প্যাটেলের সামনে ফিটনেস পরীক্ষা দিতে হবে। তবে নেটে তাঁকে দেখে সকলে প্রায় পুরো ফিটই মনে করছেন। তাই সবকিছু ঠিকঠাক থাকলে ১১ নভেম্বর দুবাই থেকে ভারতীয় দলের চাটার্ড ফ্লাইটে অস্ট্রেলিয়া উড়ে যাবেন রোহিত শর্মা।
অন্যদিকে, কাঁধের চোটের কারণে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন স্পিনার বরুণ চক্রবর্তী। তাঁর জায়গায় ভারতের টি ২০ স্কোয়াডে নেওয়া হয়েছে নটরাজনকে।
ঋদ্ধিমান সাহা আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি। হ্যামস্ট্রিংয়ের চোটই এর কারণ। তাঁকে টেস্ট সিরিজে পাওয়া যাবে কিনা, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
ম্যাচ ফিটনেস পেলে অস্ট্রেলিয়া সফরে নিয়ে যাওয়া হতে পারে পেসার ইশান্ত শর্মাকে।
টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধবন, মায়াঙ্ক অগ্রবাল, কেএল রাহুল (সহ-অধিনায়ক এবং উইকেট কিপার), শ্রেয়স আয়ার, মনীশ পান্ডে, হার্দিক পান্ড্য, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), রবীন্দ্র জাডেজা , ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি, নভদীপ সাইনি, দীপক চাহার এবং টি নটরাজন।
ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল - বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধবন, শুভমান গিল, কেএল রাহুল (সহ-অধিনায়ক এবং উইকেট কিপার), শ্রেয়াস আইয়ার, মণীশ পান্ডে, হার্দক পান্ড্য, মায়াঙ্ক অগ্রবাল, রবীন্দ্র জাডেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব , জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর, সঞ্জু স্যামসন (উইকেট কিপার)।
টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল - বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক অগ্রবাল, পৃথ্বী শ, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারি, শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেট কিপার), ঋষভ পন্থ (উইকেট কিপার), জসপ্রিত বুমরাহ, মহম্ম শামি, উমেশ যাদব, নভদীপ সাইনি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা, আর অশ্বিন, মহম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় টেস্ট দলে ফিরলেন রোহিত শর্মা, চোটের জন্য টি ২০ স্কোয়াড থেকে ছিটকে গেলেন বরুণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Nov 2020 06:04 PM (IST)
ভারতীয় দলে ফিরলেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়া সিরিজে তাঁকে টেস্ট স্কোয়াডে ফেরানো হয়েছে।
বিশ্রাম দেওয়া হয়েছে টি-২০ ও ওয়ান ডে সিরিজে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -