নয়াদিল্লি: অস্ট্রেলিয়া ও পাকিস্তানের চলতি সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই গাব্বায় আম্পায়ারিং নিয়ে বিতর্ক। আম্পায়ারের ভুল সিদ্ধান্তের অভিযোগে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। টেলিভিশন আম্পায়ার মাইকেল গাফের পাক উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ানকে আউট দেওয়া নিয়ে বিতর্কের সূত্রপাত। টেলিভিশন রিপ্লেতে দেখা গিয়েছে, বোলার প্যাট কামিন্স ওভার স্টেপ করেছেন।
এদিন ইনিংসের শুরুটা ভালো করলেও আচমকাই পাক টপ অর্ডারে ধস নামে। ওই ব্যাটিং বিপর্যয়ের মুখে ইনিংসের হাল ধরেন রিজওয়ান। কামিন্সের একটি শর্ট ডেলিভারি তাঁর ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষক টিম পেইনের দস্তানায়। বোলিংয়ের সময় বোলার ওভার স্টেপ করেছেন কিনা, তা পরীক্ষা করে দেখতে গাফকে বলেন অন-ফিল্ড আম্পায়ার। তৃতীয় আম্পায়ার অজি বোলারের পক্ষেই রায় দেন এবং রিজওয়ানকে প্যাভিলিয়নে ফিরতে হয়। পাক ইনিংসের ৫৫ তম ওভারে ৩৭ রান করে আউট হন তিনি।
টিভি রিপ্লেতে দেখা গিয়েছে যে, কামিন্সের পায়ের কোনও অংশ ক্রিজের ভেতরে ছিল না। এরপরও সিদ্ধান্ত পাক দলের বিরুদ্ধে যায়।



আম্পায়ারিংয়ের এই ত্রুটি নিয়ে সরব হয়েছে অজি ক্রিকেট মহল।
প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, লাইনের পিছনে বোলারের পায়ের কোনও অংশ আম দেখতে পাইনি।
প্রাক্তন অজি ফাস্ট বোলার ব্রেচ লি বলেছেন, এটা নো-বল হওয়া উচিত ছিল।
প্রাক্তন অজি অধিনায়ক অ্যালান বর্ডার বলেছেন, ক্রিজের মধ্যে পায়ের কোনও অংশ ছিল কিনা, তা দেখার চেষ্টা করেও এমনটা কিছু চোখে পড়েনি।
প্রাক্তন পেসার জ্যাসন জিলেসপি বলেছেন, এটা নো-বল। সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত।
পাকিস্তান শুরুটা ভালো করলেও তিনরানের মধ্যে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় পাকিস্তান। বিনা উইকেটে ৭৫ থেকে ৭৮ রানে চার উইকেট হারায় তারা। শেষপর্যন্ত প্রথম ইনিংসে তারা ২৪০ রানে অল আউট হয়ে যায়।