শফিকের লড়াই ব্যর্থ, ৩৯ রানে জয় অস্ট্রেলিয়ার
Web Desk, ABP Ananda | 19 Dec 2016 01:08 PM (IST)
ব্রিসবেন: আসাদ শফিক লড়াই করলেন বটে, কিন্তু শেষরক্ষা হল না। পাকিস্তানকে ৩৯ রানে হারিয়ে গাব্বায় প্রথম দিন-রাতের টেস্ট জিতে নিল অস্ট্রেলিয়া। ৪৯০ রান তাড়া করতে নেমে ৪৫০ রানে অলআউট হয়ে গেল পাকিস্তান। ফলে সিরিজে ১-০ এগিয়ে গেল স্টিভ স্মিথের দল। গাব্বায় ১৯৮৮ সাল থেকে এখনও পর্যন্ত একটি টেস্টও হারেনি অস্ট্রেলিয়া। সেই রেকর্ড অক্ষত থাকল। অন্যদিকে, অস্ট্রেলিয়ার মাটিতে টানা ৯টি টেস্টে হারল পাকিস্তান। শেষ দিন জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ১০৮ রান। হাতে ছিল মাত্র দুটি উইকেট। শফিক যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণ জয়ের আশা ছিল। কিন্তু তিনি ফিরে যেতেই পাকিস্তানের হার নিশ্চিত হয়ে যায়। গতকালের ১০০ রানের সঙ্গে আজ আরও ৩৭ রান করে মিচেল স্টার্কের বলে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন শফিক। এরপর ইয়াসির শাহ (৩৩) রান আউট হতেই খেলা শেষ। এখনও পর্যন্ত টেস্টে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের দখলে। ২০০৩ সালের ৯ মার্চ সেন্ট জন্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৪১৮ রান তুলে ম্যাচ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। জিততে না পারলেও দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে গিয়ে সবচেয়ে বেশি রান করেছিল ইংল্যান্ড। ১৯৩৯ সালের ৩ মার্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডারবানে ৪৯৬ রান তাড়া করতে গিয়ে ৫ উইকেটে ৬৫৪ করেছিল ইংল্যান্ড। ম্যাচ ড্র হয়। পাকিস্তানের সামনে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের হাতছানি ছিল। কিন্তু তারা সেই রেকর্ড গড়তে পারল না।