পারথ: ওয়ান ডে ক্রিকেটে সদ্য বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে তারা। আত্মবিশ্বাসে যেন টগবগ করছে অস্ট্রেলিয়া (AUS vs PAK) শিবির। টেস্টেও তার প্রতিফলন। পাকিস্তানের ব্যাটিংকে দুমড়ে দিলেন অজ়ি বোলাররা। সেই সঙ্গে পারথে সিরিজের প্রথম টেস্টে চালকের আসনে বসে পড়ল অস্ট্রেলিয়া।


টেস্টের প্রথম দিন যদি ডেভিড ওয়ার্নারের (David Warner) হয়ে থাকে, তাহলে তৃতীয় দিন সম্মিলিতভাবে অজি বোলারদের। অস্ট্রেলিয়ার ৪৮৭ রানের জবাবে পাকিস্তানের প্রথম ইনিংস গুটিয়ে গেল ২৭১ রানে। ইমাম উল হক (৬২ রান) ছাড়া আর কোনও পাক ব্যাটার হাফসেঞ্চুরি পাননি। মাত্র ২১ রান করে ফেরেন বাবর আজ়ম। আর বাবরের কাছ থেকে যাঁর হাতে নেতৃত্বের ব্যাট গিয়েছে, সেই শান মাসুদ মাত্র ৩০ রান করে ফেরেন।


পারথ মানেই বরাবরই পেসারদের স্বর্গ। সেখানে আগুন ঝরালেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজ়লউড - তিন অজ়ি পেসার। তবে ৩ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সেরা স্পিনার নাথান লায়ন। ২টি উইকেট করে নেন মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স। একটি করে উইকেট নেন জশ হ্যাজ়লউড, মিচেল মার্শ এবং বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্র্যাভিস হেড।


 






প্রথম ইনিংসে ২১৬ রানের লিড পেয়ে যায় অস্ট্রেলিয়া। যদিও ফলো অন করায়নি কামিন্সের দল। অস্ট্রেলিয়া ব্যাট করতে নামে। কিন্তু এই ইনিংসে ওয়ার্নার কোনও রান করতে পারেননি। মাত্র পাঁচ বল খেলে আউট হয়ে যান তিনি। ২ রান করে আউট হয়ে যান মার্নাস লাবুশেনও। পাকিস্তানের খুরাম শেহজ়াদ একাই ২ উইকেট নেন।


দ্বিতীয় ইনিংসে শুরুর ধাক্কা কাটিয়ে লড়াই করছে অস্ট্রেলিয়া। ৫ রানে ২ উইকেট হারিয়ে চাপ তৈরি হয়েছিল। কিন্তু সেই ধাক্কা সামলে দিয়েছেন স্টিভ স্মিথ এবং উসমান খাওয়াজা। ৭৯ রানের জুটি গড়ে পাকিস্তানের বিরুদ্ধে ৩০০ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৮৪/২। অস্ট্রেলিয়ার হাতে এখনও রয়েছে ৮ উইকেট। ৪৩ রান করে ক্রিজে রয়েছেন স্মিথ। খাওয়াজা অপরাজিত ৩৪ রানে।


আরও পড়ুন: জাতীয় দলে খেলেননি, অথচ পাঁচ তরুণকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যেতে পারে আইপিএলের নিলামে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে