সিডনি: তিনি অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। তবে নেতৃত্বের সিংহাসন হারিয়েছিলেন বিতর্কে জড়িয়ে। কুখ্যাত স্যান্ডগেট কাণ্ডের পর। সেই স্টিভ স্মিথকে (Steve Smith) ফের অস্ট্রেলিয়ার অধিনায়ক ঘোষণা করা হল। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে বিশ্বচ্যাম্পিয়নদের (AUS vs WI) নেতৃত্ব দেবেন স্মিথ।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়ার পেস ত্রয়ী প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক - তিনজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে বিশ্বকাপজয়ী দলের সদস্য মিচেল মার্শকেও। তবে বাদ পড়েছেন অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। দায়িত্ব বেড়েছে ট্র্যাভিস হেডের। ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে ম্যাচের সেরা হয়েছিলেন। এবার অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক হলেন। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে স্মিথের ডেপুটি হিসাবে কাজ করবেন তিনি।
ডেভিড ওয়ার্নারের (David Warner) অবসরের পর টেস্ট ফর্ম্যাটে (Test Cricket) অজি ক্রিকেট দলের ওপেনারের পদে কাকে দেখা যাবে তা নিয়ে নানা মুনির নানা মত শোনা গিয়েছে। অনেকেই স্টিভ স্মিথের (Steve Smith) নাম উল্লেখ করেছেন। সেই তালিকার আছেন বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক মাইকেল ক্লার্কও। এবার একই সুরে সুর মেলালেন প্রাক্তন অজি ক্রিকেটার জর্জ বেইলিও।
এই মুহূর্তে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকমণ্ডলীর প্রধান জর্জ বেইলি। সামনেই অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেই সিরিজের আগে বেইলি বলছেন ওপেনার হিসেবে যদি স্মিথ খেলেন, তবে হয়ত তাঁর কেরিয়ারও বেশ দীর্ঘায়িত হবে। এক সাক্ষাৎকারে বেইলি বলছেন, "আমি মনে করি স্মিথ যদি টপ অর্ডারে খেলে তবে ওর ক্রিকেট কেরিয়ারও বেশ দীর্ঘায়িত হবে। ক্যামেরন গ্রিনকে আমরা চার নম্বরে খেলাতে চাইছি। সেই মত স্মিথ ওপরের দিকে উঠে আসবে।"
আগামী বুধবার অ্যাডিলেডে শুরু হবে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। এক সপ্তাহ আগেই সেই টেস্টের দল ঘোষণা করেছিল অজিরা। দলে আছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। নির্বাচকেরা নিশ্চিত করেছেন, অ্যাডিলেডে চার নম্বরে ব্যাট করবেন গ্রিন আর স্মিথ উঠে যাবেন ওপেনিংয়ে।
আরও পড়ুন: ৫১ পূর্ণ করলেন দ্রাবিড়, জন্মদিনে দ্য ওয়ালের কেরিয়ারের ৯ কোহিনূর
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে