গুয়াহাটি: অস্ট্রেলিয়ার টিম বাসের ওপর হামলার ঘটনায় ২ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। হামলার তীব্র নিন্দা করেছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।


ঘটনার সূত্রপাত মঙ্গলবার। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টি-২০ ম্যাচ ছিল গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। খেলায় ভারতকে ৮ উইকেটে হারিয়ে যখন অজি দল হোটেলে ফিরছিল, সেই সময় তাদের বাস লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ।


এই হামলায় বাসের একটি জানলার কাচ ভেঙে যায়। সৌভাগ্যক্রমে, ওউ জানলা-সংলগ্ন আসনে কোনও ক্রিকেটার বা স্টাফ ছিলেন না। আসনটি ফাঁকা থাকায় কোনও বড় ক্ষতি হয়নি।


যদিও, এই ঘটনায় অজি টিমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়। ঘটনার কিছুক্ষণের মধ্যেই টুইটারে ভাঙা কাচের ছবি পোস্ট করেন অজি ওপেনার অ্যারন ফিঞ্চ। তিনি বলেন, ক্রিকেটাররা ভয় পেয়েছে।


https://twitter.com/AaronFinch5/status/917813800866164736

এই হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। টুইটারে তিনি লেখেন, ভীষণই দু্র্ভাগ্যজনক ঘটনা। একটা দুর্দান্ত ম্যাচের পর গুয়াহাটির ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই এই হামলা করা হয়েছে।


https://twitter.com/sarbanandsonwal/status/917982238746337281

https://twitter.com/sarbanandsonwal/status/917983095709724672

https://twitter.com/sarbanandsonwal/status/917984393238597632

হামলার জন্য ক্ষমাও চেয়ে নেন মুখ্যমন্ত্রী। বলেন, আমারা ক্ষমা চাইছি। অসমের মানুষ এধরনের ব্যবহার সমর্থন করেন না। আমরা দোষীদের শাস্তি দেব। তিনি যোগ করেন, তদন্ত পুরোদমে চলছে। পুলিশ ২ জনকে আটক করেছে।


https://twitter.com/sarbanandsonwal/status/917982401359437826

https://twitter.com/sarbanandsonwal/status/917982643416903680

ঘটনার নিন্দা করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌর। বলেন, বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাথর ছোঁড়ার ঘটনাকে বিচ্ছিন্ন বলে উল্লেখ করে টুইটারে তিনি লেখেন, এটা এই ঘটনা ভারতের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার প্রতিফলন নয়।


https://twitter.com/Ra_THORe/status/917969033399595009

https://twitter.com/Ra_THORe/status/917969111753293830