মেলবোর্ন: বৃষ্টিবিঘ্নিত টেস্টের অনেকটা সময় নষ্ট হলেও, শেষপর্যন্ত সহজেই পাকিস্তানকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের দল জিতল এক ইনিংস ও ১৮ রানে। প্রথম ইনিংসে আজহার আলির অপরাজিত দ্বিশতরানের সুবাদে বড় রান করতে সক্ষম হলেও, দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৩ রানেই অল আউট হয়ে গেল পাকিস্তান। অপরাজিত ১৬৫ রানের জন্য ম্যাচের সেরা স্মিথ।
গাব্বায় প্রথম টেস্টেও জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। সিরিজে বাকি আছে আর মাত্র একটি টেস্ট। ফলে সিরিজ জিতে গেল স্মিথের দল।
প্রথম ইনিংসে পাকিস্তান ৪৪৩ রান করার পর আশা করা গিয়েছিল মিসবা উল হকের দল লড়াই করবে। কিন্তু ডেভিড ওয়ার্নারের ১৪৪ এবং স্মিথের অসাধারণ ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৬২৪ রান করায় পাকিস্তানের জয়ের আশা শেষ হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ম্যাচ বাঁচানোর জন্য লড়াই করছিল পাকিস্তান। কিন্তু আজহার (৪৩) ও সরফরাজ আহমেদ (৪৩) ছাড়া আর কোনও ব্যাটসম্যান লড়াই করতে পারলেন না। ফলে সহজেই জয় পেল অস্ট্রেলিয়া।
পাকিস্তানকে ইনিংস ও ১৮ রানে হারাল অস্ট্রেলিয়া
Web Desk, ABP Ananda
Updated at:
30 Dec 2016 05:22 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -