সিডনি: অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৮০ বছরের ক্রিকেটপ্রেমী বিল ডিনের সঙ্গে দেখা করলেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। তিনি ওই বৃদ্ধকে টুপি উপহার দেন। তাঁর এই সৌজন্যমূলক আচরণ ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ট্যুইটারে ল্যাঙ্গারের সঙ্গে ওই বৃদ্ধর সাক্ষাতের ভিডিও পোস্ট করা হয়েছে। সেইসঙ্গে জানানো হয়েছে, ‘অনেক অস্ট্রেলিয়ানের মতোই বিল ডিনও এখন সমস্যায় পড়েছেন। তাঁর শহর লিথগো দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর জামাইয়ের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ধোঁয়ার ফলে তিনি অসুস্থ হয়ে পড়ায় অস্ট্রেলিয়া দলের অনুশীলন দেখতে যাওয়ার পরিকল্পনা বাতিল করবেন ভেবেছিলেন। তবে শেষপর্যন্ত সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চলে যান। তাঁর সঙ্গে দেখা করেন কোচ জাস্টিন ল্যাঙ্গার। তাঁকে ধন্যবাদ জানান বিল।’



এ বিষয়ে সাংবাদিক বৈঠকে ল্যাঙ্গার বলেছেন, ‘৮০ বছর বয়সি বিল হোন বা কোনও শিশু, যে কোনও অস্ট্রেলিয়ানের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারলে ভাল লাগে। আমাদের যে কাজ, তাতে এই বিশেষ সুবিধা পাওয়া যায়। আমরা মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলার সুযোগ পাই।’

দাবানলের জেরে সিডনিতে বায়ুদূষণ ছড়িয়ে পড়েছে। সেখানেই কাল থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। ল্যাঙ্গার জানিয়েছেন, তিনি এর আগে কোনওদিন এরকম কোনও ঘটনা প্রত্যক্ষ করেননি। তাঁর আশা, টেস্ট ম্যাচ চলাকালীন সিডনিতে বৃষ্টি হবে।