পারথ:#প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ২৭৭। টিম পেইন ১৬ এবং প্যাট কামিন্স ১১ রানে ব্যাট করছেন।
#২৫১ রানে ছয় উইকেট হারাল অস্ট্রেলিয়া। হাফসেঞ্চুরির করার পর ইশান্ত শর্মার বলে আউট হলেন টিম হেড (৫৮)।
# চতুর্থ উইকেটের পতনের পর অজি ইনিংসের হাল ধরেন শন মার্স ও টিম হেড। দুজনের জুটিতে ভর করে আঘাত সামলায় অস্ট্রেলিয়া। তাঁদের জুটিতে স্কোরবোর্ডে ৮৪ রান যোগ হওয়ার পর ফের উইকেটের পতন ঘটে। হনুমা বিহারীর বলে স্লিপে আজিঙ্কা রাহানের দুরন্ত ক্যাচে প্যাভিলয়নে ফিরে যান মার্স। তিনি করেন ৪৫ রান। ২৩২ রানে অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটের পতন হয়।
#চা পানের বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়া ৩ উইকেটে ১৪৫ রান করে। এরপর ইশান্ত শর্মার বলে আউট হয়ে যান হ্যান্ডসকোম্ব। তিনি করেন সাত রান। ১৪৮ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার।
#লাঞ্চের পর অজি শিবিরে জোড়া আঘাত হানল ভারত। অ্যারন ফিঞ্চকে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন জসপ্রিত বুমরাহ। ফিঞ্চ ৫০ রান করে এলবিডব্লু আউট হন। ১১২ রানে প্রথম উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার।এরপর উমেশ যাদব উসমান খোয়াজা (৫)-কে ফিরিয়ে দেন উমেশ যাদব। ১৩০ রানে অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেটের পতন ঘটে। এরপর ১৩৪ রানের মাথায় অন্য ওপেনার হ্যারিসকে আউট করেন হনুমা বিহারী। হ্যারিস ৭০ রান করে আউট হন। ক্রিজে রয়েছেন শন মার্স ও হ্যান্ডসকম্ব।
এর আগে লাঞ্চ পর্যন্ত ভারতীয় বোলাররা কোনও সাফল্য পাননি। লাঞ্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ছিল বিনা উইকেটে ৬৬।
পারথে ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। টসে হেরে ভারতের অধিনায়ক কোহলি বলেছেন, আমাদের বোলারদের সবুজ পিচের সুবিধা নিতে হবে।
ভারতের প্রথম একাদশে দুটি পরিবর্তন হয়েছে। রোহিত শর্মার জায়গায় দলে নেওয়া হয়েছে হনুমা বিহারীকে। রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় দলে এসেছেন উমেশ যাদব। অস্ট্রেলিয়া অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টের দলে কোনও পরিবর্তন করেনি।
ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়েছে অস্ট্রেলিয়ার। দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও মার্কাস হ্যারিসের জুটি দলের স্কোর ৫০ পার করেছে।
অ্যাডিলেডে জিতে ভারত চার টেস্টের সিরিজে ১-০ এগিয়ে রয়েছে।
ভারত: লোকেশ রাহুল, মুরলী বিজয়, বিরাট কোহলি (অধিনায়ক), চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋষভ পন্ত(উইকেটরক্ষক), ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ সামি, জসপ্রিত বুমরাহ
অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ, মার্কাস হ্যারিস, উসমান খোয়াজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, ট্র্যাভিস হেড, টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথন লিওন, জোস হ্যাজেলউড
প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ২৭৭
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Dec 2018 09:12 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -