বুমরাহ-ভুবনেশ্বর দারুণ বোলিং করেছে, ভারতের ব্যাটসম্যানদের মতো সেট হতে পারিনি আমরা, বলছেন অ্যালেক্স কেরি
Web Desk, ABP Ananda | 10 Jun 2019 03:40 PM (IST)
গতকাল সাত নম্বরে ব্যাট করতে নামা কেরি ৩৫ বলে ৫৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিনি শেষপর্যন্ত অপরাজিত থাকেন।
লন্ডন: অস্ট্রেলিয়া দলের ব্যাটিং লাইন লম্বা হলেও, ভারতীয় দল অনেক বেশি রান করার ফলেই জিতে গিয়েছে। এমনই মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স কেরি। গতকাল বিশ্বকাপের ম্যাচে ভারতের বিরুদ্ধে হারের পর তিনি বলেছেন, ‘আমাদের আশা ছিল, সাড়ে তিনশোর বেশি রান তুলে দলকে জেতাতে পারবে ব্যাটসম্যানরা। কয়েকটি বল খেললেই পরিস্থিতি বোঝা যেত। অতীতে আমাদের ব্যাটসম্যানরা এরকম পরিস্থিতিতে দলকে জেতাতে পেরেছিল। কিন্তু এবার অনেক বেশি রান তুলতে হত। সেই কারণেই আমাদের ব্যাটসম্যানদের পক্ষে কাজটি সম্ভব হয়নি।’ গতকাল সাত নম্বরে ব্যাট করতে নামা কেরি ৩৫ বলে ৫৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিনি শেষপর্যন্ত অপরাজিত থাকেন। শেষ ১০ ওভারে জয়ের জন্য ১১৫ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। ভারতীয় দল জয় পায় ৩৬ রানে। এ বিষয়ে কেরি বলেছেন, ‘১০ বা ১৫ ওভার ধরে ওভারপিছু ১২ রান করা জরুরি ছিল। (গ্লেন) ম্যাক্সওয়েল, (নাথান) কুল্টার-নাইলের মতো ব্যাটসম্যানরা ক্রিজে থাকায় আমরা আশাবাদী ছিলাম। কিন্তু আমরা ভাল আক্রমণের বিরুদ্ধে কয়েকটি উইকেট হারাই। (জসপ্রীত) বুমরাহ ও (ভুবনেশ্বর) কুমার খুব ভাল ফিনিশার। দুর্ভাগ্যবশত আমাদের জয় থেকে অনেকটা দূরেই থেমে যেতে হয়। ভারতের মতো সেট ব্যাটসম্যান আমাদের ছিল না। শিখর (ধবন) খুব ভাল খেলেছে। পরিসংখ্যান বলছে, ও ১২০ রান করলে দল অধিকাংশ ম্যাচই জেতে। আমাদের প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে কেউ যদি বড় রান করতে পারত, তাহলে হয়তো ম্যাচ জিততাম।’