সংবাদসংস্থা পিটিআই-কে আইসিসি-র এক কর্তা জানিয়েছেন, ‘জার্সি বা ব্যাট-গ্লাভসে কোনও ব্যক্তিগত বার্তা দেওয়ার নিয়ম নেই। ধোনিকে ছাড় দিতে পারে না আইসিসি। গেইলকেও অনুমতি দেওয়া হয়নি। তিনি আইসিসি-র নিষেধাজ্ঞা মেনে নিয়েছেন।’
ধোনিকে গ্লাভসে বিশেষ প্রতীক ব্যবহার না করতে দেওয়া প্রসঙ্গে আইসিসি-র ওই কর্তা আরও বলেছেন, ‘সামরিক প্রতীকের বিষয় নয়, যে কোনও ব্যক্তিগত বার্তাই নিয়মবিরুদ্ধ। আইসিসি যদি গেইলকে ছাড় না দেয়, তাহলে কীভাবে ধোনিকে অনুমতি দেবে? মইন আলি বলতে পারে, ওর রিস্টব্যান্ডে ‘স্বাধীন প্যালেস্তাইন’ লেখার অনুমতি দিতে হবে। আমরা সেই অনুমতি দিতে পারি না। কাউকে ‘ভালবাসা’ কথাটিও জার্সিতে বা কোনও সরঞ্জামে লিখতে দেওয়া হচ্ছে না।’