সিডনি: টেস্ট সিরিজে আগেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া (Australia)। পাকিস্তানের (Pakistan Cricket Team) বিরুদ্ধে সিডনি টেস্টের প্রথম ইনিংসে ২৯৯ রানে অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৩১৩ রান বোর্ডে তুলেছিল পাক শিবির। জবাবে ব্যাট করতে নেমে মার্নাস লাবুশেন ও মিচেল মার্শের অর্ধশতরানের ওপর ভর করে ২৯৯ রান বোর্ডে তুলতে পারল অজিরা। পাকিস্তানের প্রথম ইনিংসে রানের থেকে ১৪ রান পিছিয়ে থেকেই প্রথম ইনিংস শেষ করল কামিন্সের দল। পাক বোলারদের মধ্যে সর্বাধিক ৬ উইকেট তুলে নিলেন আমের জামাল। 


একটা সময় ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার স্কোর ছিল বোর্ডে ২৮৯। কিন্তু সেখান থেকেই ১০ রান আর বোর্ডে যোগ করতেই ৫ উইকেট খুঁইয়ে বসে অজিরা। গতকাল ১১৬/২-এ খেলায় যতি টানা হয়েছিল। সেখান থেকে এদিন খেলা শুরু করে অস্ট্রেলিয়া প্রথম উইকেট হারায় স্মিথের। ৩৮ রানের মাথায় মীর হামজার বলে আউট হয়ে ফিরে যান ডানহাতি অজি ব্যাটার। লাবুশেন ১৪৭ বলে ৬০ রানের ইনিংস খেলে আউট হন। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি হাঁকান ডানহাতি তারকা। মিচেল মার্শ লোয়ার অর্ডারে ৬টি বাউন্ডারির সাহায্যে ৫৪ রানের ইনিংস খেলেন। অ্যালেক্স ক্যারি ৩৮ রান করেন। ২১.৪ ওভারে ৬৯ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন আমের জামাল। ২ উইকেট নেন আঘা সালমন। ১টি করে উইকেট নেন সাজিদ খান ও মীর হামজা। 


হারানো টুপি ফিরে পেলেন ওয়ার্নার


কিছুদিন আগেই খোয়া গিয়েছিল তাঁর ব্যাগি গ্রিন টুপিটি। নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় এই বিষয়ে কাতর আবেদন জানিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। তাঁর প্রিয় টুপিটি যাতে তাঁকে ফেরত দেওয়া হয় সেই আবেদনই রেখেছিলেন তিনি। অবশেষে চারদিনের মাথায় প্রিয় টুপি পেলেন অজি ওপেনার। ২০১১ সালে টেস্টে অভিষেকের পর থেকে ওযার্নারের সঙ্গী এই ব্য়াগি গ্রিন টুপি। ওয়ার্নার নিজেই জানিয়েছেন যে সিডনিতে টিম হোটেল থেকে পাওয়া গিয়েছে সেই টুপি। কিন্তু কোথায় ছিল সেই টুপিটি? কে ফেরত দিয়ে গেলেন, তা নিয়ে কিছুই জানা যায়নি। 


নিজের ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় ওয়ার্নার জানান, ''আমি সবাইকে জানাতে চাই যে আমি আমার প্রিয় ব্যাগি গ্রিন টুপিটি ফেরত পেয়েছি। নিজে চিন্তামুক্ত হলাম অবশেষে। হোটেলর কর্তৃপক্ষ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই।''