অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচ গ্রেম হিক
Web Desk, ABP Ananda | 15 Sep 2016 06:56 PM (IST)
name Hick batting coach সিডনি: অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচ নিযুক্ত হলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রেম হিক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন সিরিজ থেকে স্টিভ স্মিথদের সঙ্গে কাজ শুরু করবেন হিক। ৬৫ টেস্ট এবং ১২০টি একদিনের ম্যাচ খেলা হিককে ২০১৩ সালে হাই পারফরম্যান্স কোচ নিযুক্ত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার তাঁকে ব্যাটিং কোচ করা হল। আজ ব্যাটিং কোচ হিসেবে হিকের নাম ঘোষণার পর অস্ট্রেলিয়ার প্রধান কোচ ড্যারেন লেম্যান বলেছেন, ওয়েস্ট ইন্ডিজ সফরেও হিক তাঁদের সঙ্গে কাজ করেছিলেন। হিকের কাজে সবাই খুশি। তাঁদের আশা, ভবিষ্যতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, অ্যাশেজ সিরিজ এবং বিশ্বকাপে হিকের অভিজ্ঞতা কাজে লাগবে। ১৯৮৭ সালে উইজেডেনের বিচারে বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন হিক। খেলা ছাড়ার পরে তিনি কোচিং শুরু করেছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে লেম্যান না থাকায় সহকারী কোচের ভূমিকা পালন করেছিলেন হিক। এবার তিনি ব্যাটিং কোচ হলেন।