মুম্বই: বিশ্বকাপের আর বেশিদিন বাকি নেই। অস্ট্রেলয়ার বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজের দল নির্বাচনের ক্ষেত্রে সেকথা মাথায় রাখছেন নির্বাচকরা। এই সিরিজে ঘুরিয়ে ফিরিয়ে বিশ্বকাপের সম্ভাব্য খেলোয়াড়দের দেখে নেওয়া হতে পারে। দুই বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাট ও খলিল আহমেদের মধ্যে কাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের দলে নেওয়া হবে, সে বিষয়েই চিন্তা করছেন নির্বাচকরা। এছাড়া দল তৈরি।


বিসিসিআই সূত্রে খবর, বিশ্বকাপের জন্য ১৩ জন ক্রিকেটারকে ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে। তাঁরা হলেন, বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধবন, অম্বাতি রায়াডু, মহেন্দ্র সিংহ ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ড্য, বিজয় শঙ্কর, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি। এছাড়া তৃতীয় ওপেনারের লড়াইয়ে আছেন লোকেশ রাহুল এবং দুই উইকেটকিপার দীনেশ কার্তিক ও ঋষভ পন্থ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে সবারই পরীক্ষা।