অকল্যান্ড: রেকর্ডের মাঠে ফের রেকর্ড। মার্টিন গুপ্তিলের টি ২০ ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহের রেকর্ডের পরই নজির গড়ল অস্ট্রেলিয়াও। টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল ব্যাগি গ্রিন ব্রিগেড।রুদ্ধশ্বাস ম্যাচে রান তাড়া করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ত্রিদেশীয় টি ২০ সিরিজেপ ম্যাচে ২৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাত বল থাকতেই ২৪৫ রান করে তারা। এক্ষেত্রে ভারতের রেকর্ড ভেঙে দিল অস্ট্রেলিয়া। ২০১৬ তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রান তাড়া করে নেমে ২৪৪ রান করে জয়ী হয়েছিল ভারত।
ইডেন পার্কের ছোট বাউন্ডারি ও ফ্ল্যাট পিচ ব্যাটসম্যানদের স্বর্গ হয়ে উঠেছিল। দু দলের ব্যাটসম্যানরাই এই সুবিধা কাজে লাগিয়ে রানের বন্যা বইয়ে দেন। বোলারদের প্রতিটি রান বাঁচানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হয়। কিন্তু তাতে কোনও কাজই হয়নি।
প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ৫৪ বলে ১০৫ রানের ইনিংস খেলন গুপ্তিল। এই ইনিংসের সুবাদে দেশেরই ব্র্যান্ডন ম্যাকুলামকে পিছনে ফেলে টি ২০ তে সর্বাধিক রান (২,১৮৮) সংগ্রহের রেকর্ড গড়েন তিনি। কলিন মুনরো করেন ৩৩ বলে ৭৬ রান। নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে করে ২৪৩ রান।
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত শুরু করেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ডার্সি শর্ট। মাত্র ৪ ওভারে তাঁরা করেন ৫১ রান। মাত্র ২০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন ওয়ার্নার।ইশ সোধির বলে অধিনায়ক ওয়ার্নার ৫৯ রান করে আউট হওয়ার আগে ওপেনিং জুটিতে ১২১ রান ওঠে। কিন্তু শর্ট বিধ্বংসী মেজাজেই ব্যাটিং করতে থাকেন। ৪৪ বলে ৭৬ রান করে দলের জয়ের পথ প্রশ্বস্ত করেন তিনি।
টি ২০ তে ভারতকে টপকে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Feb 2018 05:21 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -