মেলবোর্ন: সামনে ব্যস্ত আন্তর্জাতিক ক্রীড়াসূচি। এ কথা মাথায় রেখে বোলারদের কাজের বোঝা কমাতে ভারতীয় বিরুদ্ধে প্রথম তিনটি একদিনের ম্যাচে দলের পেসার ত্রয়ী প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জোস হ্যাজেলউডকে বিশ্রাম দিতে পারে অস্ট্রেলিয়া।
মেলবোর্নে সদ্যসমাপ্ত ভারতের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে ব্যাট ও বলে দলের সেরা পারফর্মার ছিলেন কামিন্স।
আগামী ১২ জানুয়ারি সিডনিতে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হচ্ছে। দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছেন এই সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল বাছাই বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তিনি বলেছেন, ২০১৯-এ বিশ্বকাপ, অ্যাসেজ সফর সহ ঠাসা ক্রীড়াসূচি রয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ টেস্টের সিরিজের আগে ভারতের বিরুদ্ধে একদিনের দলে কামিন্স, স্টার্ক ও হ্যাজেলউডকে বিশ্রাম দেওয়ার ইঙ্গিত কোচ দিয়েছেন।
ল্যাঙ্গার বলেছেন, দলের বোলারদের কাজের বোঝা সামলানোর বিষয়টি কীভাবে করা হবে, তা খুবই গুরুত্বপূর্ণ। তিন পেসারকে আগামী তিনটি একদিনের ম্যাচে নাও খেলানো হতে পারে, যাতে ওরা আগামী দুটি টেস্টের জন্য প্রস্তুত থাকতে পারে।
ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের তিনটি টেস্টে কামিন্স এখনও পর্যন্ত ২০.০৭ গড়ে ১৪ উইকেট নিয়েছেন। তিনি এর আগে চোটের কারণে ইংল্যান্ডে একদিনের সিরিজ এবং সংযুক্ত আরব আমিরশাহীতে পাকিস্তানের বিরুদ্ধে দুটি টেস্টের সিরিজে খেলতে পারেননি।
ঠাসা আন্তর্জাতিক ক্রীড়াসূচির কারণেই কামিন্স অন্যতম অস্ট্রেলিয়া ক্রিকেটার হিসেবে আগামী আইপিএলে খেলছেন না।
কামিন্স বলেছেন, বিশ্বকাপ ও অ্যাসেজে কামিন্স যাতে ফিট ও তরতাজা থাকে তা নিশ্চিত করতে হবে।
ভারতের বিরুদ্ধে প্রথম তিন একদিনের ম্যাচে তিন পেসার কামিন্স, স্টার্ক ও হ্যাজেলউডকে বিশ্রাম দিতে পারে অস্ট্রেলিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Dec 2018 04:40 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -