মেলবোর্ন:  বক্সিং ডে টেস্টে জিতে ভারত চার টেস্টের চলতি সিরিজে ২-১ এগিয়ে গিয়েছে। সিরিজের শেষ টেস্টে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে পারবে, এমন ক্ষীণ আশার কথাও শোনা যাচ্ছে না বিশেষজ্ঞ মহলে। দলে কোনও আন্তর্জাতিক মানের ব্যাটসম্যান না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন খোদ অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। অধিনায়ক টিম পেইনের মতো তিনিও বলেছেন, চলতি সিরিজে দুই দলের মধ্যেই ফারাকটা গড়ে দিয়েছেন বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা।


সিরিজের তৃতীয় টেস্টে ভারত অস্ট্রেলিয়াকে ১৩১ রানে হারিয়ে দিয়েছে। এই অবস্থায় ভারতের সিরিজ হারের আর কোনও প্রশ্নই নেই। আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে সিডনি টেস্ট। ওই টেস্টে জিতে পারলেই সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে।

ল্যাঙ্গার বলেছেন, সিরিজের এই পর্যায়ে ফারাকটা গড়ে দিয়েছেন কোহলি ও পূজারা। পূজারার গড় ৫৩, আর কোহলির ৪৬। মেলবোর্ন টেস্টে দ্বিতীয় ইনিংসে কোনও রান না করেই আউট হয়েছিলেন কোহলি। ওরা সমস্ত চাপটা শুষে নিয়েছিল। এটাই ব্যাটিংয়ের শিল্প। সমস্ত ব্যাপারটাই নির্ভর করছে চাপ নেওয়ার ওপর। টেস্টে অনেক বেশি সময় পাওয়া যায়। কিন্তু এখন টি ২০ যুগে সব কিছুই তাত্ক্ষণিক, দ্রুত, স্ট্রাইক রেটের কথা বলা হয়। কোহলি ও পূজারার টেস্টে ব্যাটিং থেকে তাঁর দলের ব্যাটসম্যানরা শিখছে বলে আশাবাদী ল্যাঙ্গার।

এমসিজি-তে হারের ময়নাতদন্ত করতে গিয়ে কোচ প্রথম ইনিংসে মাত্র ১৫১ রানে গুটিয়ে যাওয়াকে দায়ী করেছেন। তিনি বলেছেন, এটা খুবই কঠিন ম্যাচ ছিল। সিরিজটা চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে তিনি প্রথম দিন থেকেই বলে আসছিলেন।

এখন পরবর্তী লড়াইয়ের জন্য নতুন করে লড়াই শুরু করতে হবে বলেও মন্তব্য করেছেন ল্যাঙ্গার।

মেলবোর্নের পরাজয় অজি শিবিরের পুরানো ক্ষত জাগিয়ে তুলেছে। স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের অভাব তারা বেশ ভালোমতোই অনুভব করছে। এর পাশাপাশি, আগামী টেস্টের আগে তাদের বেশ কিছু প্রশ্নের সমাধান করতে হবে। সেগুলির মধ্যে অন্যতম হল, অ্যারন ফিঞ্চের ফর্ম, মিডল অর্ডারের গঠন। কারণ, দলের মাঝের সারির দুই ব্যাটসম্যান মিচেল মার্শ ও পিটার হ্যান্ডসকোম্বের ফর্মও পাতে দেওয়ার মতো নয়।

এ ব্যাপারে ল্যাঙ্গার বলেছেন, কয়েকটা হাফসেঞ্চুরি করলেও ফিঞ্চের ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না। আগের টেস্টে একটা ১০০ রানের পার্টনারশিপ করে ও পুরো ম্যাচটাই দলের অনুকূলে টেনে এনেছিল। ফিঞ্চ খুবই ভালো খেলোয়াড় এবং এখনও ও খুবই পরিশ্রম করছে। এখন ওর সামনে একটা বড় চ্যালেঞ্জ এবং এই পরিস্থিতিতে ও আরও ভালো খেলবে বলে আশাবাদী।