মেলবোর্ন: সম্প্রতি আইপিএলের নিলামে সবচেয়ে দামী বিদেশি খেলোয়াড় হিসেবে অজি পেসার প্যাট কামিন্সকে ১৫.৫০ কোটি টাকায় দলে নিয়েছে দুই বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।  তিনি প্রকৃতই যে মহার্ঘ বোলার তা আরও একবার প্রমাণ করলেন কামিন্স। টেস্ট ক্রিকেটে বোলারদের ক্রমতালিকায় এক নম্বর বোলার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বল হাতে ফের ঝলসে উঠলেন। কামিন্সের দাপটে অস্ট্রেলিয়ার ৪৬৭ রানের জবাবে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড মাত্র ১৪৮ রানে অল আউট হয়ে যায়। ২৮ রানে পাঁচ উইকেট নিয়ে অজি পেস অ্যাটাকের নেতৃত্বে ছিলেন কামিন্স।

কামিন্সের এই পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়া দলের সমর্থকরা। তাঁদের মধ্যে একজন তো আবার কামিন্সকে দেশের প্রধানমন্ত্রী করার কথাও বলেছেন।









দুই উইকেটে ৪৪ রান নিয়ে চলতি টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড। শুক্রবারই অজি পেস আক্রমণের শিকার হয়েছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ও ওপেনার টম ব্লান্ডেল। তৃতীয় দিনে অজি পেস ত্রয়ী কামিন্স, জেমস প্যাটিনসন ও মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ইনিংস।

এদিন স্টার্ক কিন উইকেট নেন। প্যাটিনসনের দখলে যায় তিন উইকেট। কামিন্স পাঁচ উইকেট নেন। টেস্ট ক্রিকেটে পঞ্চমবার পাঁচ বা তার বেশি উইকেট নিলেন তিনি।

অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে ফলো অন করায়নি। দ্বিতীয় ইনিংসে তারা ব্যাট করতে নামে।