মুম্বই: ছোট পর্দার বিখ্যাত অভিনেতা কুশল পঞ্জাবির আত্মহত্যার ঘটনায় শোকাহত বিনোদন জগৎ। কুশলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অক্ষয় কুমার। বলেছেন, প্রত্যেকের নিজস্ব অশান্তি রয়েছে। মৃত্যু নয়, আমাদের লড়াই চালিয়ে যাওয়া জরুরি।


গতকাল বান্দ্রার বাড়ি থেকে উদ্ধার হয় ৩৭ বছরের অভিনেতার ঝুলন্ত দেহ। সঙ্গে সুইসাইড নোট। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অক্ষয় কুমার। বলেছেন, হ্যাঁ, আমিও কুশল পঞ্জাবির সঙ্গে কাজ করেছি। আমার একটি ছবিতে উনি ছিলেন। প্রত্যেকের নিজস্ব সমস্যা রয়েছে। কেউ কেউ সৌভাগ্যবান হন, এটা বুঝতে পারেন। কেউ কেউ পারেন না। প্রত্যেক পরিবারের নিজস্ব কিছু বিষয় থাকে। আমরা জানি না, কেন লোকে এমন পদক্ষেপ করে, অবশ্যই নিজস্ব কারণ থাকে। শুধু এটুকুই বলতে পারি, আমাদের সাহসী হওয়া প্রয়োজন। সমস্যার মুখোমুখি হন, যে জীবন আপনি পেয়েছেন, তা ভীষণ সুন্দর। বাবা মা জন্ম দিয়েছেন আপনাকে, বড় করেছেন। এভাবে তা শেষ করে দেবেন না। সাহসী হন।

অক্ষয় আরও বলেছেন, আমি জানি, এ সব কথা বলা খুব সোজা কিন্তু আমাদের পরিস্থিতির সঙ্গে লড়াই করা জরুরি। অবসাদের ওপর কাজ করা, মুখোমুখি হওয়া জরুরি। সুযোগ পেলে অবসাদের ওপর ছবি বানাব আমি। দেশের মানুষের একটা বড় অংশ এই সমস্যার মুখোমুখি হয়েছেন। ছবির মাধ্যমে অবসাদ ভরা মনের ভেতরে যে সব চিন্তাভাবনা চলে, তা জানতে চাইব।