সোশ্যাল মিডিয়ায় কফিপানের একটি ছবি পোস্ট করেছেন বাঁহাতি অলরাউন্ডার। তবে গোল বেঁধেছে সেটির ক্যাপশন ঘিরে। জাডেজা লিখেছেন, ‘কফি খাচ্ছি, কারণ এত সকালে তো আর ওয়াইন খাওয়া চলে না।’ জাডেজার এই পোস্ট দেখার পরই সমালোচনার ঝড় বয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় তীব্র বিদ্রুপ ধেয়ে আসে সৌরাষ্ট্রের অলরাউন্ডারের উদ্দেশে। এবং সমালোচনা করার সময় টেনে আনা হয়েছে কোচ রবি শাস্ত্রীকে। যাঁর অ্যালকোহল প্রেম ভারতীয় ক্রিকেটে অনেকের কাছেই পরিচিত।
সোমবার জাডেজার পোস্ট দেখে অনেকেই তাঁকে পরামর্শ দেন, রবি শাস্ত্রীর থেকে দূরে থাকুন। একজন সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ করে লেখেন, ‘আরে আমাদের ক্রিকেটারেরা তো খোলামেলা হয়ে গেল দেখছি। পুরো দলটার বারোটা বাজিয়ে দিল শাস্ত্রী।’ একজন লেখেন, ‘আপনার কাছে হাত জোড় করে প্রার্থনা করছি, শাস্ত্রীর থেকে দূরে থাকুন।’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। ক্যানবেরার মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিংয়ের সময় জাডেজার হেলমেটে বল লাগার পর মাথায় চোট পান। সেই অবস্থায় তিনি খেলা চালিয়ে গেলেও ইনিংস ব্রেকের পর মাঠে নামতে পারেননি। কনকাশন সাব হিসেবে মাঠে নামা যুজবেন্দ্র চাহাল ৩ উইকেট নিয়ে ম্যাচ জিতিয়ে দেয়। যদিও জাডেজার কনকাকাশন সাবস্টিটিউট নিয়ে বিতর্ক হয়েছিল। মাথায় চোট লাগার পাশাপাশি তাঁর হ্যামস্ট্রিংয়েও চোট লেগেছিল।
প্রথম টেস্টে তিনি খেলতে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে তাঁকে খেলানো হয় কি না, সেটাই দেখার। তার মধ্যেঅ অবশ্য বিতর্ক বাঁধালেন জাডেজা। কফি পানের ছবির সঙ্গে বিতর্কিত ক্যাপশন পোস্ট করে।