সিডনি: তৃতীয় টেস্ট শুরুর আগে জাতীয় সঙ্গীত গাইতে গাইতে কেঁদে ফেললেন ফাস্ট বোলার মহম্মদ সিরাজ। মেলবোর্ন টেস্টে অভিষেকের পর এটি সিরাজের দ্বিতীয় টেস্ট। ডেভিড ওয়ার্নারকে আউট করে ইতিমধ্যেই সিডনিতে প্রথম উইকেট তুলে নিয়েছেন তিনি।

টসে জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া টিম। তবে টানা বৃষ্টির জেরে ব্যাহত হয়েছে খেলা। তারই মধ্যে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের উইকেট তুলে নিয়েছেন ২৬ বছরের মহম্মদ সিরাজ। আর আজ খেলার আগে জনগণমন গাওয়ার সময় তাঁর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল।


অস্ট্রেলিয়ায় সিরিজ খেলতে আসার পর তাঁর বাবার মৃত্যুর খবর আসে। কিন্তু দেশে ফেরেননি সিরাজ। ক্রিকেট ক্রিজেই দাঁতে দাঁত চেপে বাবার স্বপ্ন পূরণের লড়াইটা চালিয়ে যান তিনি। অ্যাডিলেডে প্রথম টেস্টে মহম্মদ সামি চোট পেয়ে বসে যাওয়ায় মেলবোর্নে সিরাজের ভাগ্যে শিকে ছেঁড়ে। জীবনের প্রথম টেস্টেই তিনি তুলে নেন ৫ উইকেট, প্রথম ইনিংসে ৪০ রানে পান ২ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে ৩ টি।

বাবার মৃত্যুর পর দেশে ফিরে না যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে সিরাজ বলেন, বাবা চেয়েছিলেন, আমি ভারতের হয়ে খেলি, দেশকে গর্বিত করি। আমি শুধু তাঁর স্বপ্ন পূরণ করতে চাই।

মেলবোর্নের টেস্ট দল থেকে ট্রাভিস হেড এবং জো বার্নসকে বসিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাঁদের জায়গায় সুযোগ পেয়েছেন ডেভিড ওয়ার্নার এবং উইল পুকোভস্কি। পুকোভস্কির এটাই প্রথম টেস্ট। তাঁর মেলবোর্নে খেলার কথা ছিল কিন্তু চোট পাওয়ায় মেলবোর্ন, অ্যাডিলেড দুই টেস্টেই জায়গা পাননি তিনি। ভারত সিরিজে এই প্রথম ব্যাট হাতে নামলেও সিডনির প্রথম ইনিংসে বেশিক্ষণ টিকতে পারলেন না ডেভিড ওয়ার্নার। সিরাজের শরীরের থেকে বাইরে ডেলিভারি খেলতে গিয়ে স্লিপে চেতেশ্বর পূজারাকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত গিয়েছেন তিনি। কিন্তু প্রচণ্ড বৃষ্টির জেরে খেলা গড়াতে পেরেছে মাত্র ৭.১ ওভার, অর্থাৎ তাড়াতাড়ি মধ্যাহ্ন ভোজের ঘোষণা হয়ে গিয়েছে।