ব্রিসবেন: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। এবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪২ রানে জয় পেল অজিরা। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে ওপেনে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। প্রথম জন ৩ রান করে ফিরে গেলেও ফিঞ্চ ও মার্শ মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়া শুরু করেন। 


অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ এদিন ৪৪ বলে ৬৩ রানের ঝোড়ো গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। ২৮ রানের ইনিংস খেলেন মিচেল মার্শ। লোয়ার অর্ডারে নেমে মার্কাস স্টোইনিস ৩৫ রানের ইনিংস খেলেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান বোর্ডে তুলে নেয় অস্ট্রেলিয়া। 


জবাবে ব্য়াট করতে নেমে আয়ারল্যান্ডের ২ ওপেনার পল স্টার্লিং ও অ্যান্ড্রু বালবারিন বড় রান না পেলেও লরকান টকার অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ১৮.১ ওভারে ১৩৭ রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড।


 






সঙ্কটে পাকিস্তান


টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের পরাজয়ে কি সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত হল পাকিস্তান?


রবিবার রাতের দিকে সেরকমই আলোচনা শুরু হয়ে গিয়েছে। ভারতের পরাজয় চাপে ফেলে দিয়েছে পাকিস্তানকে। কীভাবে?


এবারের টি-২০ বিশ্বকাপে দুটি গ্রুপে ৬টি করে দলকে রাখা হয়েছে। প্রত্যেক গ্রুপের সেরা দুটি করে দল সরাসরি সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। গ্রুপ টু-তে ভারতকে হারিয়ে শীর্ষে উঠে এল দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচের শেষে তাদের পয়েন্ট ৫। তেম্বা বাভুমাদের রান রেটও খুব ভাল জায়গায়। 


তিন ম্যাচের একটি হেরে আর দুটি জিতে ভারতের পয়েন্ট চার। পয়েন্ট টেবিলে দুইয়ে রয়েছে টিম ইন্ডিয়া। সমান ম্যাচ খেলে সম অঙ্কের পয়েন্ট নিয়েও রান রেটে পিছিয়ে থাকায় বাংলাদেশ রয়েছে তিন নম্বরে। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে জিম্বাবোয়ে রয়েছে চার নম্বরে। পাকিস্তান তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরে মাত্র ২ পয়েন্ট পেয়ে রয়েছে পাঁচ নম্বরে। তিনটির মধ্যে কোনও ম্যাচ না জিতে নেদারল্যান্ডস রয়েছে ছয়ে। তারা সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে।