নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ তাঁর পারফরম্যান্স নিয়ে বরাবরই প্রচারের আলোয় থাকেন। তাঁর ব্যাটিং দক্ষতার কথা ক্রিকেট মহলে কারুর অজানা নয়। তিনি একজন দুরন্ত ফিল্ডারও। তারই একটা নমুনা আবার দেখা গেল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে চলতি টেস্টের দ্বিতীয় দিনে। শূন্যে শরীর ছুঁড়ে এমন একটা ক্যাচ ধরলেন তিনি, যার কোনও প্রশংসাই যথেষ্ট নয়।
ম্যাচের দ্বিতীয় দিন ৪১৬ রানে প্রথম ইনিংস শেষ হয় অস্ট্রেলিয়ার। জবাবে নিউজিল্যান্ডের ইনিংসের শুরুটা ভালো হয়নি। ১০০ রানের মধ্যেই তাদের অর্ধেক ইনিংস গুটিয়ে যায়। অজি বোলারদের দুরন্ত বোলিংয়ের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি কিউই ব্যাটসম্যানরা।



এরইমধ্যে ২৩ তম ওভারে স্লিপে স্টিভ স্মিথ দুরন্ত একটি ক্যাচ ধরেন। ওই ওভারের চতুর্থ বলে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট ছুঁয়ে বল দ্বিতীয় স্লিপে চলে যায়। স্লিপ ফিল্ডার স্মিথের ডানদিক দিয়ে অনেকটা দূর দিয়ে বল উড়ে যাচ্ছিল। তিনি শূন্যে শরীর ছুঁড়ে ওই ক্যাচ তালুবন্দী করলেন।