সিডনি: ব্যাট হাতে বড় রান পেলেন। তবে অস্ট্রেলীয় ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশেন (Marnus Labuschagne) বুধবার শিরোনামে উঠে এলেন একটা সম্পূর্ণ অন্য কারণে। ব্যাট করার সময়ই মাঠে লাইটার চেয়ে নিলেন তিনি। তাও ধূমপান করার ভঙ্গিতে ইশারা করে। কিন্তু কেন? কেন আচমকা ব্যাটিং করার সময় লাইটারের প্রয়োজন হল অজি তারকার?


সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলার সময়ও ল্যাবুশেনকে এমন কিছু করতে দেখা গেছে, যা দেখে সকলের চক্ষু সাময়িকভাবে চড়কগাছ হয়ে গিয়েছিল। প্রথম ইনিংসে ব্যাট করার সময় ল্যাবুশেন অস্ট্রেলিয়ার ডাগআউটের দিকে সিগারেট খাওয়ার ভঙ্গি করে লাইটার চাইতে থাকেন। যা দেখে ধারাভাষ্যকারেরা বিভ্রান্ত হয়ে পড়েন এটা ভেবে যে, ম্যাচ চলাকালীন এটা মার্নাস ল্যাবুশেন কী করছেন?


পরে জানা যায় আসল কারণ। ল্যাবুশেনের হেলমেটে কিছু অস্বস্তি হচ্ছিল। সামান্য মেরামতির দরকার ছিল। তাঁর হেলমেট মেরামতির জন্যই লাইটার চেয়ে পাঠান ল্যাবুশেন।


জানা যায়, তাঁর হেলমেটের ভিতরে খোঁচা জাতীয় কিছু ছিল। যে কারণে ব্যাট করতে গিয়ে সমস্যায় পড়েছিলেন মার্নাস ল্যাবুশেন। সেই অংশটি ঠিক করার জন্যই লাইটার চেয়েছিলেন তিনি। পরে আবার তিনি ব্যাটিং শুরু করেন।


 






ল্যাবুশেন তাঁর হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৭৯ রান করেছেন তিনি। একবার মার্কো জ্যানসেনের বলে স্লিপে ধরা পড়েন তিনি। কিন্তু তৃতীয় আম্পায়ার তাঁকে নট আউট ঘোষণা করেন। ১৫১ বলে ৭৯ রান করে আউট হন ল্যাবুশেন। তাঁকে আউট করেন এনরিখ নোখিয়া। ডেভিড ওয়ার্নার ১০ রান করে সাজঘরে ফিরে যান। এখন ক্রিজে রয়েছেন উসমান খোয়াজা ও স্টিভ স্মিথ। খোয়াজা ৫৪ রান করে অপরাজিত রয়েছেন। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে ২ উইকেটের বিনিময়ে তুলেছে ১৪৭ রান।


আরও পড়ুন: খেলা দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে কনুই ভেঙেছিলেন, সেই শিবমের গতিতেই ছারখার শ্রীলঙ্কা