পার্থ: সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ৪১ রানে উড়িয়ে দিয়ে ফের অ্যাশেজ জিতল অস্ট্রেলিয়া। আজ ম্যাচের পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে ২১৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ৪৮ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে ধস নামালেন জোশ হ্যাজেলউড। অধিনায়ক স্টিভ স্মিথও দ্বিশতরান করে দলের জয়ে বড় অবদান রাখলেন। এবার বাকি দু’টি টেস্টেও জিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করাই অস্ট্রেলিয়ার লক্ষ্য।
এবারের অ্যাশেজের প্রথম টেস্টে ১০ উইকেটে জেতে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে স্মিথরা জেতেন ১২০ রানে। আজ জয়ের ব্যবধান বাড়ল। এই টেস্টে প্রথম ইনিংসে ৪০৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। শতরান করেন ডেভিড মালান (১৪০) ও জনি বেয়ারস্টো (১১৯)। জবাবে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ৬৬২ রান করে। স্মিথ ২৩৯ ও মিচেল মার্শ ১৮১ রান করেন। এই রান ২৫৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সেই রান করতে পারল না ইংল্যান্ড।
আজ অবশ্য পিচ নিয়ে বিতর্ক তৈরি হয়। গতকাল বৃষ্টির জন্য চতুর্থ দিনের খেলা নির্দিষ্ট সময়ের আগেই শেষ করে দিতে হয়। মাঠকর্মীরা আউটফিল্ড শুকনো করার জন্য আপ্রাণ চেষ্টা চালান। তাঁরা লিফ ব্লোয়ারও ব্যবহার করেন। কিন্তু তা সত্ত্বেও পিচে জল ঢুকে যায়। কীভাবে সেটা হল স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, হাওয়ার দাপটে কভার সরে যাওয়ার ফলেই পিচে জল ঢুকে যায়। পিচ শুকনো না হওয়া পর্যন্ত খেলা শুরু করার অনুমতি দেননি দুই আম্পায়ার ক্রিস গাফানি ও মারাইস এরাসমাস। ফলে মধ্যাহ্নভোজের বিরতির পর খেলা শুরু হয়। তবে তখনও আপত্তি জানাচ্ছিল ইংল্যান্ড শিবির। যদিও খেলা শুরু হয়। হ্যাজেলউডদের বলের মোকাবিলা করতে পারেননি ইংরেজ ব্যাটসম্যানরা।
তৃতীয় টেস্টে ইনিংসে জয়, ইংল্যান্ডকে উড়িয়ে অ্যাশেজ দখল অস্ট্রেলিয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Dec 2017 02:27 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -