মুম্বই: স্কুলের বার্ষিক অনুষ্ঠানে বাবা, মা, দাদা, দিদি সক্কলের সামনে নাচ করল ৪ বছরের আবরাম। আর ছোট্ট ছেলের নাচ দেখে নেচে উঠলেন শাহরুখ আর সুহানাও।
আবরাম পড়ে মুম্বইয়ের ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে। বার্ষিক অনুষ্ঠানে একঝাঁক বাচ্চার সঙ্গে সেও নাচল বাবা শাহরুখ খানের স্বদেশ ছবির গান ইয়ে তারা ও তারার সঙ্গে। সুপারহিট এই ছবিতে শাহরুখও নেচেছিলেন একদল ছোট ছেলেমেয়ের সঙ্গে। এতদিন পর সেই একই রাস্তায় হাঁটল তার ছোট ছেলে, তবে সে নাচল তার সমবয়সীদের সঙ্গে।
[embed]https://www.instagram.com/p/BczjPz9BhwX/[/embed]
শুধু ছবির গানের সঙ্গেই নয়, নার্সারি রাইমের সঙ্গেও নেচেছে আবরাম ও তার বন্ধুরা। পারফরম্যান্স দেখতে কারা ছিলেন জানেন? এসআরকের গোটা পরিবার তো বটেই, এছাড়াও অভিষেক ও ঐশ্বর্যা বচ্চন, লিয়েন্ডার পেজ। হৃতিক রোশন ও তাঁর প্রাক্তন স্ত্রী সুজান রোশনও ছিলেন অনুষ্ঠানে।
[embed]https://www.instagram.com/p/Bc0LvB_BCx2/?taken-by=shahrukhkhaanfp[/embed]
[embed]https://www.instagram.com/p/Bc0XuFqhTOJ/[/embed]
বাবার ছবি স্বদেশের গানে স্কুলে নাচ আবরামের, দর্শকাসন থেকে নাচল গোটা খান পরিবার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Dec 2017 12:28 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -