বার্মিংহাম: নাথান লিয়ঁর ৬ আর প্যাট কামিন্সের ৪, স্পিন আর পেস আক্রমণেই ভস্মে পরিণত হল ব্রিটিশ বিক্রম। বিশ্বকাপ জয়ের পর অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচেই হার ইংল্যান্ডের। দ্বিতীয় ইনিংসে কার্যত ব্যাটিং ভরাডুবি হল ব্রিটিশ ব্যাটিং লাইনআপের। ৩৯৮ রানের টার্গেট তাড়া করতে গিয়ে মাত্র ১৪৬ রানেই গুটিয়ে গেল জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড। ২৫১ রানে এজবাস্টন টেস্ট জিতে চলতি অ্যাশেজে ১-০ এগিয়ে গেল টিম পেইনের অস্ট্রেলিয়া।


বার্মিংহামের এজবাস্টনে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অজি দল। সেই ইনিংসে স্টিভ স্মিথ ছাড়া টপ অর্ডারের কেউই ব্রিটিশ আক্রমণের সামনে দাঁড়াতে পারেননি। পিটার সিডলকে (৪৪) নিয়ে একা লড়াই করেছেন স্টিভ স্মিথ। নির্বাসিত থাকার পর কামব্যাকেই খেলে যান ১৪৪ রানের ঝকঝকে ইনিংস। দ্বিতীয় ইনিংসেও ততটাই ঝলমলে ছিল তাঁর ইনিংস। অ্যাশেজের প্রথম টেস্টে পরপর দুই ইনিংসে লাগাতার শতরান করেন স্মিথ (১৪৪ ও ১৪২)। দ্বিতীয় ইনিংসে শতরান করেন ম্যাথিউ ওয়েডও (১১০)।








ব্রিটিশদের হয়ে প্রথম ইনিংসে শতরান করে ইংল্যান্ডকে ম্যাচের চালক আসনে বসিয়ে দেন ওপেনার ররি জোসেফ বার্নস (১৩৩)। অর্ধশতরান করেন জেসন রয় ও বেন স্টোকস। দ্বিতীয় ইনিংসে পিছিয়ে থেকেও অজি ব্যাটসম্যানদের দাপটে ৩৯৭ রানের লিড নেয় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে সেভাবে নজর কাড়তে পারেননি ৪৫০ উইকেট পাওয়া তারকা স্টুয়ার্ট ব্রড। যদিও শেষ ইনিংসে  প্রথমবারের মতো এবারও ইংল্যান্ড ব্যাটিংকে নাকানিচুবানি খাইয়ে ছাড়ালেন লিয়ঁ ও কামিন্স। কোনও ব্রিটিশ ব্যাটসম্যানই ম্যাচের পঞ্চম দিনে ৫০ রানের গণ্ডি টপকাতে পারেননি। এই ম্যাচে মোট ৯টি উইকেট পেয়েছেন অজি স্পিনার নাথান লিয়ঁ। ৭টি উইকেট এসেছে কামিন্সের ঝুলিতেও। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন স্টিভ স্মিথ।