সিরিজ নির্ণায়ক ওয়ান ডে-তে টস জিতে প্রথম ব্যাটিং অস্ট্রেলিয়ার, ভারতীয় দল অপরিবর্তিত
Web Desk, ABP Ananda | 19 Jan 2020 01:21 PM (IST)
অস্ট্রেলিয়া দলে একটি পরিবর্তন হয়েছে। কেন রিচার্ডসনের পরিবর্তে দলে এসেছেন জশ হ্যাজলউড
বেঙ্গালুরু: ওয়ান ডে সিরিজের নির্ণায়ক ম্যাচে বেঙ্গালুরুতে আজ ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সিরিজের তিনটি ম্যাচেই টসে জিতলেন তিনি। ভারতীয় দল অপরিবর্তিত রয়েছে। রাজকোটের প্রথম একাদশেই ভরসা রেখেছেন অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়া দলে অবশ্য একটি পরিবর্তন হয়েছে। কেন রিচার্ডসনের পরিবর্তে দলে এসেছেন জশ হ্যাজলউড। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ফিঞ্চ বলেছেন, ‘পিচ ভাল বলেই মনে হচ্ছে। তাই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। আগের ম্যাচে তিন উইকেট হারিয়ে শেষ পর্যন্ত টানতে পারলে রান তাড়া করে জিততেও পারতাম।’ বাইশ গজ নিয়ে কোহলির পর্যবেক্ষণ, ‘উইকেট বেশ শুকনো। এরকম পিচে প্রথমে ব্যাটিং করে জেতাটা কঠিন। পরের দিকে সামান্য শিশিরও পড়তে পারে।’ কোহলি যোগ করেছেন, ‘আগের ম্যাচে আমাদের বোলাররা ইয়র্কার খুব ভালভাবে কাজে লাগিয়েছে।’