সিডনি: আজ বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা করা হল। দলে ফিরলেন প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ ও প্রাক্তন সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। জোশ হ্যাজেলউড ও পিটার হ্যান্ডসকম্বের অবশ্য বিশ্বকাপের দলে জায়গা হয়নি।

বল-বিকৃতির দায়ে নির্বাসিত হওয়ার পর এই প্রথম জাতীয় দলে ফিরলেন ওয়ার্নার ও স্মিথ। তাঁরা এখন আইপিএল-এ খেলছেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অসাধারণ ব্যাটিং করছেন ওয়ার্নার। তাঁর ও স্মিথের বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া স্বাভাবিক। কিন্তু গত ১৩টি ম্যাচে ৪৩ গড় থাকা সত্ত্বেও হ্যান্ডসকম্বের বাদ পড়া কিছুটা বিস্ময়ের। তিনি বাদ পড়ায় বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে একমাত্র উইকেটকিপার হিসেবে থাকলেন অ্যালেক্স কেরি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখ্য নির্বাচক ট্রেভর হর্নস বলেছেন, ‘গত ৬ মাসে যেভাবে একদিনের দল গড়া হয়েছে, তাতে আমরা খুব খুশি। ভারত সফরে এবং সংযুক্ত আরব আমিরশাহীতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতেছি আমরা। স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার দলে ফিরেছে। দু’জনেই বিশ্বমানের খেলোয়াড়। আইপিএল-এ ওদের ভাল ফর্মে দেখে আমরা খুশি।’

অস্ট্রেলিয়ার বিশ্বকাপের দল- অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, অ্যালেক্স কেরি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জাই রিচার্ডসন, নাথান কুল্টার-নাইল, জেসন বেহরেনডর্ফ, নাথান লিঁয় ও অ্যাডাম জাম্পা।