কোহলিকে দেখে শেখা উচিত অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের, বলছেন ব্যাটিং কোচ গ্রেম হিক
Web Desk, ABP Ananda | 29 Dec 2018 04:53 PM (IST)
মেলবোর্ন: চলতি বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে দলের ব্যাটিং ব্যর্থতায় হতাশ অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচ গ্রেম হিক। তাঁর মতে, ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে দেখে ইনিংস গড়া শেখা উচিত। তিনি কঠোর পরিশ্রম করলেও, দলের ব্যাটসম্যানরা কিছুই শিখতে পারছেন না বলেও আক্ষেপ করছেন হিক। মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনের শেষে জয় থেকে মাত্র ২ উইকেট দূরে ভারত। প্রথম ইনিংসে ১৫১ রানে অলআউট হয়ে গেলেও, দ্বিতীয় ইনিংসে অবশ্য লড়াই করছে অস্ট্রেলিয়া। প্রথমসারির ব্যাটসম্যানরা যথারীতি বড় রান করতে ব্যর্থ হয়েছেন। দলকে লড়াইয়ে রেখেছেন পেসার প্যাট কামিন্স। তিনি যতক্ষণ ক্রিজে আছেন, ততক্ষণই অস্ট্রেলিয়ার আশা আছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং ব্যর্থতা প্রসঙ্গে হিক বলেছেন, ‘কোহলির ব্যাটিং নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা জানতাম, (চেতেশ্বর) পূজারা, এমনকী অন্যতম বিস্ফোরক ব্যাটসম্যান কোহলিও ২৫-২৬ বল খেলে ২০ রান করবে। তারপর ও নিজের ছন্দে খেলবে। একই মাঠে থেকে বিশ্বের সেরা ক্রিকেটারের খেলা দেখে কেউ যদি শিখতে না পারে, তাহলে সে ভুল জায়গায় আছে। আমাদের ক্রিকেটাররা কোহলির কাছ থেকে শৃঙ্খলা, ধৈর্য ও সংকল্প শিখতে পারে।’ চলতি টেস্টে অস্ট্রেলিয়ার ব্যাটিং ব্যর্থতার পরিপ্রেক্ষিতে টেকনিক নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের উপর বিগ ব্যাশ লিগের ক্ষতিকর প্রভাব পড়ছে বলেও অনেকে দাবি করেছেন। হিকও দলের ব্যাটিং দেখে হতাশ। তাঁর মতে, এখন আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত শিখতে হবে। ভুল সংশোধনের জন্য বেশি সময় পাওয়া যাবে না।