দিল্লির আকাশে অল্পের জন্য সংঘর্ষ থেকে রক্ষা তিনটি বিমানের
Web Desk, ABP Ananda
Updated at:
29 Dec 2018 03:02 PM (IST)
NEXT
PREV
মুম্বই: একটুর জন্য প্রাণে রক্ষা পেলেন তিনটি বিমানের শতাধিক যাত্রী। দিল্লির ফ্লাইট ইনফরমেশন রিজিয়নে তিনটি বিদেশি বিমান সংস্থার বিমান বিপজ্জনক ভাবে কাছাকাছি চলে আসে। স্বয়ংক্রিয় সতর্কবার্তা ও এয়ার ট্রাফিক কনট্রোলের তৎপরতায় বিপদ এড়ানো সম্ভব হয়। ঘটনার তদন্ত শুরু করেছে এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেসটিগেশন ব্যুরো। ডাচ বিমান সংস্থা কেএলএম, তাইওয়ানের ইভা এয়ার ও মার্কিন সংস্থা ন্যাশনাল এয়ারলাইনস-এর বিমানগুলি একে অপরের কাছাকাছি এসে পড়ে। মার্কিন বিমানটি সে-সময় আফগানিস্তানের বাগ্রাম থেকে হংকং যাচ্ছিল। কেএলএমের বিমানটি আমস্টারডাম থেকে ব্যাংকক যাচ্ছিল। ইভা এয়ারের বিমানটি ব্যাংকক থেকে উড়ছিল ভিয়েনার দিকে। কিন্তু তাদের মধ্যে কমপক্ষে যে দূরত্ব থাকা দরকার, তা ছিল না। সঙ্গে সঙ্গে বিমানের স্বয়ংক্রিয় ব্যবস্থা সতর্ক করে দেয় বিমানচালকদের। এয়ার ট্রাফিক কনট্রোলও দ্রুততার সঙ্গে বিমানচালকদের বার্তা পাঠায় এবং দক্ষভাবে বড়সড় দুর্ঘটনা এড়াতে সাহায্য করে।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -