নয়াদিল্লি: ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাসেজ সিরিজ খেলা হয়। পুরুষদের মতো দুই দেশের মহিলা দলের মধ্যেও এই সিরিজ খেলা হয়। এই সিরিজকে মর্যাদার লড়াই হিসেবেই দেখা হয়। জয়ের জন্য চেষ্টার ত্রুটি রাখেন না দুই দলের খেলোয়াড়রাই।

মহিলাদের এই অ্যাসেজে সিরিজেই অস্ট্রেলিয়ার এক লেগ স্পিনার এমন একটা বল করলেন, তা ক্রিকেট মহলকেই তাক লাগিয়ে দিয়েছে। সেই বোলিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে।

ভিডিওটি নিজেদের ট্যুইটার পেজে আপলোড করেছে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল।





কেউ কেউ তো ওই বলকে ‘শতাব্দীর সেরা বল’ হিসেবে অভিহিত করেছেন। অসি লেগ স্পিনার আমান্ডা ওয়েলিংটনের এই বলের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অনেকেই। তিনি ওই বলটি ব্যাটসম্যানের পায়ের কাছে ফেলেন। মনে হচ্ছিল, বলটি বাইরে বেরিয়ে যাবে কিংবা ব্যাটসম্যানের প্যাডে লাগবে। কিন্তু এমনটা মোটেই হল না। বল মাটিতে পড়ার পরই সোজা অফ স্ট্যাম্পের দিকে চলে যায় এবং অফ স্ট্যাম্পের বেল উড়িয়ে দেয়। বল এতটা স্পিন হতে দেখে চমকে যান ইংরেজ ব্যাটসম্যান ট্যামি বিউমোন্ট। আম্পায়ারও কিছুটা হতচকিত হয়ে পড়েন। ধন্দে পড়ে যান, বেল পড়ল কীভাবে!

সি়ডনিতে এই ম্যাচ ছিল। এই পিচ সাধারণত দ্রুত গতির হয়। ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়।